নেইমারের চোটে চাপে ব্রাজিল, সাথে থাবা বসিয়েছে ফ্লু। উরুগুয়ে ম্যাচের আগে হাল্কা মেজাজে রোনাল্ডোরা।
আগের খেলায় চোট পাওয়ায় আজ সুইজারল্যান্ডের বিরুদ্ধে নেইমার ছাড়া নামতে হবে ব্রাজিলকে। চোট কতটা সে নিয়ে সঠিক কোন খবর নেই। আগামী দু ম্যাচ খেলতে পারবে না বলে জানিয়েছেন ডাক্তার। নেমারের চোট নিয়ে মুখ খুললেন দলের কোচ তিতেও। তবে খুব বেশি আশার কথা শোনাতে পারলেন না তিনি। ব্রাজিলের রিজার্ভ বেঞ্চ যথেষ্ট শক্তিশালী। নেইমার খেলতে না পারলে পরিবর্ত ফুটবলার রয়েছে তিতের হাতে। তবে নেইমারের বিকল্প নেই বলেই জানিয়েছেন ব্রাজিল কোচ। বলেছেন, ''নেইমারের মতো ফুটবলাররা মাঠে অবিশ্বাস্য কিছু করে দেখাতে পারে। নেমার আমাদের জন্য কী করেছে তা সবাই জানে। ওর বিকল্প পাওয়া কঠিন।''
তিতে জানিয়েছেন, তিনি আশাবাদী যে নেইমার আবার দলে ফিরবেন। ব্রাজিলের আর এক ফুটবলার দানিলোও চোট পেয়েছেন। তিনিও চোট সারিয়ে ফিরবেন বলে আশা করছেন তিতে। তিনি বলেছেন, ''আমি চিকিৎসক নই। বিশেষজ্ঞও নই। তবে আমি বিশ্বাস করি চোট সারিয়ে নেইমার ও দানিলো দলে ফিরবে। আবার ব্রাজিলের হয়ে খেলবে ওরা।''
২৪ নভেম্বর সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে চোট পান নেমার। সেই ম্যাচের ৮০ মিনিটে মাঠ ছাড়ার সময় তাঁর চোখে জল দেখা গিয়েছিল। মুখে ছিল যন্ত্রণা এবং হতাশার ছাপ। তাঁর দেওয়া ছবিতে দেখা যাচ্ছে ডান পায়ের গোড়ালি বেশ ফুলে রয়েছে। রয়েছে যন্ত্রণা। ঠিক মতো পা ফেলতে পারছেন না। বিশেষ ধরনের ব্যান্ডেজ বেধে রেখেছেন পায়ে। যদিও তাঁর মুখ কিছুটা প্রত্যয়ী।
চোট সারাতে নেমার ২৪ ঘণ্টা ফিজিয়োর সঙ্গে সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন ব্রাজিলে তাঁর সতীর্থ মারকুইনোস। তিনি বলেছেন, ''নেমার ২৪ ঘণ্টা ফিজিয়োর সঙ্গে থাকছে। এটা থেকেই প্রমাণিত ও দলে ফিরতে কতটা মরিয়া। আমরা জানি না নেমার কবে ফিরতে পারবে। তবে আমরা চাইব দ্রুত সুস্থ হয়ে ও মাঠে নামুক।''
চোট সারানোর মাঝেই দলের সঙ্গে যাতে নেমাররা সময় কাটান সে দিকে নজর রাখছেন তিতে। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে নামার আগে রবিবার ব্রাজিলের অনুশীলনে তিনি জোর করে নেমার ও দানিলোকে পাঠিয়েছেন। নেমার মাঠে থাকলে সতীর্থদের আত্মবিশ্বাস বাড়ে। সেটা জানেন তিতে। তাই এই কাজ করেছেন তিনি।
নেমার গোড়ালির পরিস্থিতি নিয়ে নিজের নতুন পোস্টে কিছু লেখেননি। তাঁর ইনস্টাগ্রাম পোস্ট ছড়িয়ে পড়েছে। শনিবার তিনি লিখেছিলেন, "ব্রাজিলের জার্সি পরার গর্ব এবং ভালবাসা বোঝানো সম্ভব নয়। আমাকে যদি ঈশ্বর জিজ্ঞেস করেন কোন দেশে জন্ম নিতে চাও, আমি বলব ব্রাজিল। আমি জীবনে কিছু সহজে পেয়ে গিয়েছি, এমন নয়। আমাকে সব সময় নিজের স্বপ্ন এবং লক্ষ্যের দিকে দৌড়তে হয়েছে। কখনও কারও খারাপ চাইনি। সকলকে সাহায্য করার চেষ্টা করেছি। আমার জীবনের আরও একটা কঠিন সময়। আবার একটা বিশ্বকাপেই চোট পেলাম। হ্যাঁ, চোট রয়েছে আমার। কষ্ট হচ্ছে। ফিরে আসার সুযোগ রয়েছে আমার। সেই চেষ্টা আমি করব। দেশ, সতীর্থ এবং নিজের জন্য ফিরে আসতে হবে। আমাকে এই ভাবে মারার জন্য শত্রুদের খুব বেশি অপেক্ষা করতে হবে না। আমি ঈশ্বরের পুত্র, তাঁর উপর বিশ্বাস আছে আমার।" নেইমারের চোট ছাড়াও মিডফিল্ডার লুকাস পাকুয়েতা ও গোলরক্ষক এলিসন বেকার ফ্লু'তে আক্রান্ত। তারা কতটা ফিট এনিয়ে সন্দেহ থাকছে। যদিও ডাক্তার বলেছেন তাঁদের মাঠে নামতে অসুবিধা হবে না।
কাতার বিশ্বকাপে আরেক খেলায় মুখোমুখি হবে পর্তুগাল আর উরুগুয়ে। যাদের শেষ বিশ্বকাপ তাদের চারজন মাঠে নামবেন। পর্তুগালের রোনাল্ডো আর পেপে এবং উরুগুয়ের সুয়ারেজ আর কাভানি। আগের ম্যাচে ঘানার বিরুদ্ধে কোনও মতে জয় পেয়েছে পর্তুগাল। যদিও সে নিয়ে শিবিরে চিন্তার কোনও আভাস নেই। পরের ম্যাচে উরুগুয়েকে হারালেই পরের রাউন্ডের টিকিট কার্যত নিশ্চিত তাদের। যদিও শেষ বিশ্বকাপে 'রাউন্ড অফ সিক্সটিন'-এ উরুগুয়ের কাছেই ২-১ গোলে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছিলো পর্তুগিজদের। গোল করেছিলেন কাভানি।
এবরের লা সেলেস্তেরা আর আগের মতো শক্তিশালী নয়। এমনিতেও আগের ম্যাচ জয় পাওয়ায় ফুরফুরে মেজাজেই আ সেলেকাওরা। বিশ্বকাপে প্রস্তুতির মাঝেই দলকে এক দিনের জন্য অনুশীলন থেকে ছুটি দিয়েছিলেন কোচ ফের্নান্দো স্যান্টোস। সেই ফাঁকে সতীর্থদের খাওয়াতে নিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিতর্ক নিয়ে গত কয়েক দিনে তাঁর উপর দিয়ে যা গিয়েছে, ঘানার বিরুদ্ধে একটি গোল সেই চাপ অনেকটাই কমিয়ে দিয়েছে। শুক্রবার প্রায় রাত সাড়ে ১১টা পর্যন্ত আল মাহা আইল্যান্ডের তাতেল দে দোহা রেস্তোরাঁয় সময় কাটায় পর্তুগাল শিবির। বেনার্দো সিলভা, হোসে সা এবং হোয়াও ক্যান্সেলো ছাড়া সবাই হাজির ছিলেন সেখানে।
ঘানা ম্যাচের সেরার পুরস্কার পান 'সিআরসেভেন'। পরে সাংবাদিক বৈঠকে এসে তিনি বলে যান, 'আজ আমরা জিতেছি। আর সেই জয়ে আমি কিছুটা সাহায্য করেছি। বাকি আর কিছুর কোনও মূল্য নেই।' পরে নিজের সমাজমাধ্যমে লেখেন, 'বিশ্বকাপের শুরুতেই এই জয় পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু এখনও কিছুই পাইনি। সবে প্রথম পদক্ষেপটা করলাম। আমাদের এখন লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের পুরো নজর সেই দিকে। চলো, পর্তুগাল।'
পর্তুগাল এবং পিএসজি-র সেন্ট্রাল ডিফেন্ডার ড্যানিলো পেরেইরা শনিবার প্রশিক্ষণের সময় চোট পান। তাই কাতারে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ (উরুগুয়ে এবং দক্ষিণ কোরিয়া) তিনি খেলতে পারবেন না বলে জানিয়েছেন সেলেকাও। পেপের অসুস্থতার কারণে বৃহস্পতিবার ঘানার বিপক্ষে খেলেন ড্যানিলো। পর্তুগিজ ফেডারেশন বলেছে, পরীক্ষায় ডান দিকের তিনটি পাঁজরের চিড় দেখা গেছে, যার জন্য আগামী দু ম্যাচে তাঁকে পাওয়া যাবে না।
শনিবার দোহায় সাংবাদিক সম্মেলন করেন উরুগুয়ে কোচ দিয়েগো আলোনসো। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দেরিতে পরিবর্তনের জন্য সমালোচিত দিয়েগো এদিন জানান, 'কোনও খেলোয়াড় আমার অপছন্দের নেই, আমি মনে করি যে এই এগারো মাসে আমি একজন কোচ হিসাবে ছিলাম, আমি যাদের জাতীয় দলের জন্য বিবেচনা করি তারাই বিশ্বকাপ খেলতে এসেছে।'
দল গঠন সম্পর্কে এল টর্নেডো বলেন, 'প্রথম দলে তারাই থাকেন যাদেরকে সবচেয়ে ভালো অবস্থায় দেখি এবং যাদেরকে আমি মাঠে সঠিক ভূমিকা পালনের জন্য সবচেয়ে উপযুক্ত মনে করি। এটাই আমার কাজ।' রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে ম্যাচের মিল সম্পর্কে জিজ্ঞাসা করার পর আলোনসো জানান, 'চার বছর আগে যা ঘটেছিল, সেটা এখন ইতিহাস।' উরুগুয়ের দল তারা যেভাবে কল্পনা করেছিল সেভাবে শুরু করেনি, তবে একটি ড্রতে খারাপ পরিস্থিতি নয়। কালকের ম্যাচ কাতার বিশ্বকাপে টিকে থাকার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ প্রথম বিশ্বজয়ীদের জন্য।
নিবন্ধকারঃ ঋদ্ধি রিত