আসছে বছর জোড়া মহালয়া?

এ বছরের মতো পুজো শেষ। কিন্তু ২০২০ দুর্গাপুজোকে ঘিরে এখন থেকেই কার্যত দু’ভাগ শহর কলকাতা।

মহালয়ার পর ৩৫ দিনের অপেক্ষার বিষয়টি সত্যি, নাকি শুধুই গুজব তা নিয়ে ধন্দ বাড়ছে সাধারণের।  

আগামী বছর ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন মহালয়া। অমাবস্যা তিথি। মহাতর্পণ অনুষ্ঠিত হবে সেইদিন।  

 পঞ্চমী ২১ অক্টোবর। মাঝখানে ৩৫ দিনের ব্যবধান। সাধারণভাবে মহালয়ার এক সপ্তাহ পর ষষ্ঠী হয়ে থাকে। কিন্তু এবার  আশ্বিন মাস ‘অধিমাস’ হওয়ায়, পুজো পিছবে। অর্থাৎ দেবীর বোধন আশ্বিনে না  হয়ে, হবে কার্তিক মাসে। এক মাসের মধ্যে দু’বার অমাবস্যা পড়লে সেই মাসকে অধিমাস বা মলমাস হিসেবে ধরা হয়। হিন্দু পঞ্জিকা মতে মলমাসে কোনও শুভ কাজ হয় না। সেই কারণেই আগামী বছর আশ্বিনে দুর্গাপুজো সম্ভব নয়। আশ্বিনের দ্বিতীয় অমাবস্যা পক্ষ শেষ হবে ১৭ অক্টোবর।পন্ডিত সমাজের সদস্যরা প্রাথমিক আলোচনায় মহালয়ার ৩৫ দিন পর, অধিমাস শেষ হলে দেবীর বোধন শুরু হবে বলে মত দিয়েছেন। পুরোহিত মন্ডলীর বক্তব্যও একই। তাঁদের মতে বাড়ির দুর্গাপুজো পঞ্জিকার তিথি মেনেই হবে। মানে, কবে হবে মহালয়া ১৭ সেপ্টেম্বর না ১৬ অক্টোবর তা নিয়ে সংশয় নেই।    

বাড়ির দুর্গাপুজোতে পঞ্জিকার বিধান অনুযায়ী বিশ্বকর্মা পুজোর দিনই মহালয়া এবং তার ৩৫ দিন পর দেবীর বোধন। কলকাতার বারোয়ারী ক্লাবগুলো যারা থিমপুজো করে অনেকেই অন্যরকম চিন্তা ভাবনা শুরু করেছে। ১৭ অক্টোবর মহালয়া, এবং ৩৫ দিন পর দুর্গোৎসব শুরু’র বিষয়টি স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন। পুজো কমিটির সদস্যদের কথা বলে জানা গিয়েছে, ১৬ অক্টোবর মহালয়া ধরে এগোচ্ছেন তাঁরা। তারপরই  দেবীপক্ষের সূচনা। বারোয়ারী পুজো কমিটিগুলো দাবী করছে, ২০২০ এর দেবীপক্ষ প্রকৃত অর্থে ১৬ থেকে শুরু।        

তবে সব পক্ষই অপেক্ষায় পয়লা বৈশাখের জন্য। নতুন বাংলা সনে নতুন পঞ্জিকা হাতে এলে তবেই চূড়ান্ত কথা বলা যাবে।

বিভিন্ন অনলাইন ক্যালেন্ডার সাইটে আগামী বছরের মহালয়া এবং দুর্গাপুজোর তারিখ খুঁজলে অবশ্য ১৭ সেপ্টেম্বর মহালয়া আর তার ঠিক ৩৫ দিন পর থেকে ২০২০-এর  দুর্গাপুজো শুরুর নির্ঘন্ট দেখা যাচ্ছে।

২১ অক্টোবর ( বুধবার)- পঞ্চমী

২২ অক্টোবর ( বৃহস্পতিবার)- ষষ্ঠী

২৩ অক্টোবর (শুক্রবার)- সপ্তমী

২৪ অক্টোবর ( শনিবার)- অষ্টমী

২৫ অক্টোবর (রবিবার)- নবমী

২৬ অক্টোবর ( সোমবার)- দশমী    

এটা শেয়ার করতে পারো

...

Loading...