শীত শেষ হয়ে বসন্ত জানান দেওয়া শুরু করেছিল সবে। বৃষ্টি কিন্তু পিছু ছাড়ছেনা কিছুতেই। আবার পূর্বাভাস। আজ সকালেই শহরের বুকে ঝরে পড়েছিল বৃষ্টি। পূর্বাভাসে জানা যাচ্ছে, আগামী ৭২ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। থাকবে আংশিক মেঘলা আকাশ। সিকিম সহ উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম থেকে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা রাজ্যজুড়ে। বঙ্গোপসাগরে রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। কোঙ্কন থেকে বিহার পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালী হাওয়ার সংঘাত। এগুলির ফলে আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং উত্তর-পূর্ব, পূর্ব ও মধ্যে ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থাকছে।
আগামী ২৪ ঘন্টায় কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল মঙ্গলবার বৃষ্টির পরিমান বাড়বে। ওড়িশা, ঝাড়খন্ড, বিহার সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমান বেশি হবে। বুধবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। নদিয়া, মুর্শিদাবাদ প্রভৃতি কলকাতা সংলগ্ন উপকূলীয় জেলাগুলিতে বুধবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা।
এদিকে সিকিমে শুরু হয়েছে তুষারপাত। রাস্তার দুধার বরফের চাদরে মুড়ে গেছে। গোটা পূর্ব সিকিম জুড়ে চলছে তুষারপাত। ছাঙ্গু লেকে সাদা বরফের আস্তরণ। গতকাল বিকেলে দার্জিলিঙের সান্দাকফুতেও তুষারপাত হয়েছে। ফের বরফ পড়ার পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের। কাজেই এই মূহুর্তে যাঁরা পাহাড়ে রয়েছেন, সেই পর্যটকেরা যথেষ্ট খুশি তা বলাই বাহুল্য।