সম্প্রতি হয়ে গেল নাসার চন্দ্রাভিযানের ৫০ তম বর্ষপূর্তি অনুষ্ঠান। ভারতের চন্দ্রায়ন-২ উৎক্ষেপণ ও সফলভাবেই সংঘটিত হয়েছে। আমরা সকলেই জেনে গেছি চন্দ্রযান-২ চাঁদের দক্ষিণ মেরুতে নামবে এবারে। আলতোভাবে নেমে বিক্রমের ভেতরে থাকা প্রজ্ঞান বাইরে বেরিয়ে এসে চাঁদের বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষা করে ফিরে আসবে পৃথিবীতে। এই মাহেন্দ্রক্ষণেই নাসা ঘোষণা করল সব কিছু ঠিক থাকলে ২০২৪ সালেই মানব নভোশ্চর নিয়ে চাঁদে যাবে আর্তেমিস।
সূর্যের দেবতা অ্যাপোলো ১১ তে চড়ে প্রথম চাঁদে পাড়ি দিয়েছিলেন নভোশ্চরেরা(নীল আর্মস্ট্রং এবং এডুইন অলড্রিন), এবারে চাঁদের দেবী আর্তেমিসে চড়ে চাঁদে পাড়ি দিতে চলেছেন প্রথম মহিলা অভিযাত্রী। গ্রিক পুরাণ অনুসারে অ্যাপোলো এবং আর্তেমিস দুই জমজ ভাইবোন। দু'জনেই গ্রিক দেবতা জিউসের সন্তান। অ্যাপোলো হলেন সূর্য। তিনি আলো ও জ্ঞানের দেবতা এবং আর্তেমিস হলেন চন্দ্র। তিনি বন্যপ্রাণীর দেবী। তাই চাঁদে প্রথম মহিলা অভিযাত্রীকে নিয়ে যাওয়ার অভিযানের নাম দেওয়া হয়েছে আর্তেমিস। এই পরিকল্পনার কথা নাসার তরফে বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল। তবে সরকারিভাবে নাসার তরফে ঘোষণা করা হয়নি। ২২ জুলাই তারা এই ব্যাপারে সরকারিভাবে জানিয়েছে। এবং নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে ২ জন মানব অভিযাত্রী নামবেন। যেখানে আমাদের চন্দ্রায়ন-২ নামছে, সেই জায়গারই আশেপাশে নামবে আর্তেমিস। এখানেও তিনধাপে অভিযান হবে। চাঁদের দক্ষিণ মেরুতে শ্যকলেটন নামের একটি ক্রেটারে নামতে পারে আর্তেমিস-৩ অভিযানের রোভার, যার নাম অরিয়ন। তবে এই অভিযানের আগে আর্তেমিস ১ এবং আর্তেমিস ২ চাঁদে গিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে আসবে।
আমরা অপেক্ষা করে থাকব সেই দিনের জন্য যেদিন প্রথম চাঁদের মাটিতে মহিলার পদার্পন হবে। তাছাড়াও এই অভিযান হবে প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে মানব অভিযান।
#Artemis: Twin sister of Apollo, goddess of the Moon and epitome of America’s next chapter in space exploration. 🚀
— NASA (@NASA) July 22, 2019
With our goal of sending humans to Mars, we're going back to the Moon to stay and Artemis is leading the way. Uncover a new era: https://t.co/bVHnhYOmlO pic.twitter.com/mdOImRpBIY
On the heels of the 50th Anniversary of #Apollo11, we’ve just issued a draft solicitation asking U.S. companies to help us develop the 21st century human landing system that will land the first woman and next man on the Moon in 2024. WE ARE GOING. https://t.co/YOOvwlcCaf #Artemis pic.twitter.com/OUlVd9YgyN
— Jim Bridenstine (@JimBridenstine) July 22, 2019