বছর শেষে জাঁকিয়ে শীত উধাও হবে শহরে

আগামী ৪৮ ঘন্টার মধ্যে শহর জুড়ে কমবে শীতের দাপট | মাঝে বৃষ্টি এসে ছন্দপতন ঘটালেও কনকনে ঠান্ডার আমেজ থেকে বঞ্চিত হবেন শহরবাসী | শনিবার ছিল মরসুমের শীতলতম দিন | রবিবার ঝলমলে আকাশ থাকায় তাপমাত্রা বেলার দিকে বাড়লেও রাতের দিকে বিশেষ হেরফের হয়নি | আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে| স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।আজ সোমবার থেকে আকাশের মুখ ভার থাকলেও গোটা দিন শুকনো থাকবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে জম্মু ও কাশ্মীরের ঝঞ্ঝা হিমাচল প্রদেশে পৌঁছেছে| তার প্রভাবে ফের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। তাপমাত্রা বাড়বে গোটা দেশেই। সোমবার থেকে শুকনো হিমেল বাতাসের দাপট কমবে। ফলে কমবে শীতের অনুভূতিও। সেই ঝঞ্ঝার প্রভাবে নতুন বছরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে | বছরের প্রথম দিন না হলেও ২ জানুয়ারি থেকে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে| ৩ জানুয়ারির সকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর বেলার দিকে তা কমার সম্ভাবনা  রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।আগামীকাল থেকে তাপমাত্রার পারদ চড়লেও ১২ ডিগ্রির আশপাশেই তা থাকবে | নতুন বছরের শুরুতে জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির এর ওপরে উঠে আসবে |আলিপুর আবহাওয়া দফতরের এক আধিকারিকের কথায়, বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গে ঝড়োহাওয়ার দাপট আশা করা যাচ্ছে ,পশ্চিমাঞ্চলীয় জেলা পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ভারী বৃষ্টিপাত  হবে|সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিসেম্বর পর্যন্ত অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটি কয়েক ডিগ্রি বৃদ্ধি পেতে পারে এবং ৩১ ডিসেম্বর ১৪ এ স্পর্শ করতে পারে। নতুন বছরের দিনটিতে তাপমাত্রা বাড়লেও বৃষ্টির সম্ভাবনা নেই | ইতিমধ্যে, দক্ষিণবঙ্গ জুড়ে শীতের টানা ব্যাটিং অব্যাহত | পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদে শৈত্য প্রবাহ চলছে | তবে পশ্চিমী ঝঞ্জার প্রভাবে দীর্ঘস্থায়ী হবে না শীত | নতুন বছরের শেষের দিকে আবার  ঘুরে আসতে পারে শীত |

এটা শেয়ার করতে পারো

...

Loading...