প্রায় ৫০ বছর আগে আবিষ্কৃত এক গুবরে পোকার নামকরণ করা হলো সম্প্রতি। জানা গেছে, ব্রিটেনের আবহাওয়া পরিবর্তন সচেতনতার অন্যতম মুখ ষোড়শী কন্যা গ্রেটা থানবার্গ-এর নামানুসারে পোকাটির নামকরণ করা হয়েছে নিলোপটোডস গ্রেটি। জানা গেছে, সালটা ছিল ১৯৬৫। কেনিয়ার অধিবাসী ব্রিটিশ প্রকৃতিবিজ্ঞানী ডঃ উইলিয়াম ব্লক তার সংগৃহিত সমস্ত স্পেসিমেন যখন ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে দান করেন সেই সময়েই এই নতুন প্রজাতির গুবরে পোকার সন্ধান পান ডঃ মাইকেল ডার্বি। জানা গেছে, সেই সময়ে অর্থাৎ ১৯৭৮ সালে এই মিউজিয়ামটির সংগ্রহ নিয়ে গবেষণা করছিলেন ডঃ মাইকেল ডার্বি। তিনি দেখেন এক নতুন ধরণের আর্থ্রোপোডা সেখানে উপস্থিত যার না আছে কোনো চোখ বা না আছে কোনো ডানা। এক মিলিমিটার আকারের টিলিডি ফ্যামিলির এই নতুন প্রাণীটি বিশ্বের সবথেকে ছোট আর্থ্রোপোডার আখ্যা তখনই লাভ করে।
মাইকেল ডার্বি জানান, পোকাটি আবিষ্কারের সাথে সাথেই তিনি পোকাটির নামকরণের কথা ভাবেন। তিনি জানান, ১৬ বছর বয়সী সুইডিশ ক্লাইমেট অ্যাকটিভিস্ট গ্রেটার পরিবেশ সচেতনতার জন্য তার নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা মাথায় রেখেই এই নতুন প্রজাতির পোকার নামকরণ করা হয় তার নামে। প্রকৃতির জীব বৈচিত্র রক্ষার জন্য পৃথিবীতে সবধরণের প্রাণীর উপস্থিতি একান্ত কাম্য।এইসব ভালনারেবল স্পিসিসকে রক্ষা করার জন্য যারা অদম্য লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের মধ্যে একজন হলেন গ্রেটা। ২০১৯ সালে নোবেল পুরস্কারের জন্যেও নমিনেট করা হয়েছে গ্রেটার নাম।