ইতিমধ্যেই ইংল্যান্ডের মাটিতে শুরু হয়ে গেছে ক্রিকেট বিশ্বকাপ ২০১৯। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইংল্যান্ড ও পাকিস্তানকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিস তাদের প্রথম ম্যাচেই জয় হাসিল করেছে। এবার পালা অপর এশিয়া মহাদেশের দল শ্রীলঙ্কার। সোফিয়া গার্ডেনন্স কারডিফ-এ নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হবে তারা। ওয়ার্ম আপ ম্যাচগুলিতে দেখা গেছে যে সোফিয়া গার্ডেনের পিচ ব্যাটসম্যানদের কতটা সুবিধা প্রদান করে। তাই সে কেন উইলিয়ামসন-ই হোক বা দিমুথ করুারাত্নে সকলেই চাইবে টসে জিতে প্রথমে ব্যাট করতে। তবে এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কা কিন্তু তার চেনা ছন্দে নেই। দলে তাহিরু থিরিমান্নে, অধিনায়ক করুণারাত্নে ও কুশল পেরেরার মত ব্যাটসম্যান থাকলেও, প্রতিপক্ষে রয়েছে ট্রেন্ট বোল্ট ও লকি ফার্গুসনের মত বিধ্বংসী ফাস্ট বোলার। যারা যে কোনও পরিস্থিতীতেই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ভরাডুবি ঘটাতে পারে। ব্যটিং লাইনআপে পিছিয়ে নেই কিউই-রাও। দলে মার্টিন গাপটিল, কলিন মোনরো, অধিনায়ক কেন উইলিয়ামসন ও জিমি নিস্যামের মত ব্যাটসম্যান আছে, তাই লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমলদের কাজটা যে খুব একটা সহজ হবে না তা বলাই বাহুল্য। তাই শ্রীলঙ্কার টপ অর্ডারের ব্যাটসম্যানরা যদি পর্যাপ্ত রান না করতে পারে তাহলে সমস্যায় পড়তে পারে দিমুথ করুণারাত্নে ব্রিগেড। তাই খাতায় কলমে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই নিউজিল্যান্ড এগিয়ে থাকলেও লঙ্কা বাহিনী কতটা চমক দেখাতে পারে সেটা সময়ের অপেক্ষা।