শ্রীলঙ্কাকে হারিয়ে মূল্যবান ৬০ পয়েন্ট পকেটে পুরল নিউজিল্যান্ড

প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারানোর পর শ্রীলঙ্কা মরিয়া ছিল দ্বিতীয় টেস্টে রক্ষণাত্মক ক্রিকেট খেলে কোনওরকমে সিরিজ বাঁচানোর। কিন্তু শেষপর্যন্ত নিউজিল্যান্ড ব্যাটিং বোলিংয়ে একপ্রকার গুড়িয়ে দিল শ্রীলঙ্কাকে। সোমবার পি সারা ওভাল স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে এক ইনিংস ৬৫ রানে হারিয়ে সিরিজ শুধু সমতায় আনলই না, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মহামূল্যবান ৬০ পয়েন্ট তুলে নিল কিউইরা।

পঞ্চম দিনে টম লাথাম (১৫৪) বিজে ওয়াটলিং (অপরাজিত ১০৫) এর দুর্দান্ত শতরানের জেরে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ৪৩১/ স্কোরে ডিক্লেয়ার ঘোষণা করেন। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং ভরাডুবির মুখে পড়ে শ্রীলঙ্কা। দুই ওপেনার লাহিরু থিরিমানে কুশল পেরেরা শূণ্য রানে আউট হওয়ার পরেই বোঝা যায় ম্যাচের পরিস্থিতি কোনদিকে যেতে চলেছে। একা উইকেটকিপার নিরোশান ডিকেওয়েলা (৫১) ছাড়া আর কেউ লড়তে পারেননি নিউজিল্যান্ড এর দুর্দান্ত বোলিং এর সামনে। শেষপর্যন্ত মাত্র ১২২ রানে অল আউট হয় শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের প্রতিটি বোলারই দুর্দান্ত বোলিং করেন। ট্রেন্ট বোল্ট (-১৭) টিম সাউদি (-১৫) আবারও সুইং বোলিংয়ে নিজেদের জাত চেনালেন। পাশাপাশি ভালো বোলিং করেন দুই স্পিনার আজাজ প্যাটেল (-৩১) উইলিয়াম সোমারভিল (-৪৯)

প্রথমে ব্যাট করে ধনঞ্জয় ডি সিলভার দুর্দান্ত শতরানের দৌলতে শ্রীলঙ্কা তোলে ২৪৪ রান। কিন্তু এরপর বড় রানের জেরে ১৮৭ রানের বিশাল লিড পায় নিউজিল্যান্ড, যার দরুণ চাপের মুখে এরকম ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছে শ্রীলঙ্কা। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন নিউজিল্যান্ড এর ওপেনার টম লাথাম। পাশাপাশি ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন কিউই উইকেটকিপার বিজে ওয়াটলিং।

এটা শেয়ার করতে পারো

...

Loading...