আসন্ন নতুন বছরে কলকাতাবাসীর জন্য নতুন উপহার। কিছুদিন আগেই তৈরী হয়েছে পাটুলিতে ভাসমান বাজার। সেই বাজারের খুশির রেশ কাটতে না কাটতেই বিষাদের ছায়া পড়েছিল সেখানে। বেশিরভাগ নৌকাই নষ্ট হয়ে গিয়েছিল প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে। ওই বাজারকে আবার নতুনভাবে সাজাতে চলেছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ।
আগামী বছরের শুরুতেই ওই কাজ শুরু হবে বলে জানানো হয়েছে কেএমডিএ-র পক্ষ থেকে। উল্লেখ্য, দেশে প্রথম কলকাতায় এইধরনের ভাসমান বাজার তৈরী করা হয়েছিল। গত বছর জানুয়ারি মাসেই উদ্বোধন হয়েছিল পাটুলি ঝিলের ওপর ভাসমান বাজারটির। প্রথমে ১১৪টি নৌকায় ২২৮ জন ব্যবসায়ী বিক্রি শুরু করেছিলেন। কিন্তু লাভের মুখ না দেখে অনেকেই ওই বাজার থেকে পাততাড়ি গুটিয়েছেন।
নৌকার রক্ষণাবেক্ষণের অভাবের পাশাপাশি ঝিলের রক্ষণাবেক্ষণও ঠিকমতো করা হয়না বলে জানা গেছে। চারদিকে প্লাস্টিক বর্জ্যের ছড়াছড়ি। এই অবস্থা থেকে হাল ফেরাতেই আবার কোমর বেঁধে নামতে চলেছে কেএমডিএ। ওই জায়গার চা এবং ফাস্ট ফুডের দোকানগুলো রমরমিয়ে চললেও সবজি বা মাছ, মাংস কেউ কেনেন না বললেই চলে। অনেকেই শুধু সময় কাটাতে আসেন সেখানে কিন্তু বিক্রি হয়না দোকানদারদের। এই অবস্থায় আবার নতুন করে সাজালে কিছুটা উন্নতি হতে পারে বলে মনে করছেন স্থানীয় মানুষ।