New Web series: ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন সোহিনী গুহরায়, কোন সিরিজে দেখা যাবে তাঁকে?

ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী গুহরায়। পরিচালক রাজদীপ ঘোষের নতুন ওয়েব সিরিজ ‘@ফলোয়ার্স’ –এ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি। প্রকাশ্যে এসেছে সেই সিরিজের চরিত্রদের ফার্স্ট লুক।

‘@ফলোয়ার্স’ সিরিজের কাহিনি সমাজমাধ্যমের উপর সাধারণ মানুষের নির্ভরতাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। বর্তমান সময়ে টেকনোলজি ও সর্বপরি সোশ্যাল মিডিয়ার মোহে আছন্ন বেশিরভাগ মানুষ। জনপ্রিয়তার লোভে পড়ে তাই নিজস্বতা হারিয়ে ফেলছে তাঁরা। পরিচালক রাজদীপ ঘোষ সমাজের সেই বাস্তব সমস্যাকে কাহিনির মোড়কে তুলে ধরেছে।

সোহিনী ছাড়াও নানা জনপ্রিয় কলাকুশলী রয়েছেন এই সিরিজে। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ইন্দ্রাশিস রায়, শান্তিলাল মুখোপাধ্যায়, সামিউল আলম, স্যান্ডি প্রমুখ। এই সিরিজ়ের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অম্লান মজুমদার। ‘ক্লিক’ প্লাটফর্মে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ।

ধারাবাহিকের জনপ্রিয় নায়িকা হিয়া (সোহিনী গুহরায়) সমাজমাধ্যমের ইঁদুরদৌড়ের শিকার। ফলোয়ার বাড়াতে তাই সে নিজের মৃত্যুর গুজব ছড়ায়। এরপর পুলিশ তদন্তের মাধ্যমে একের পর এক সত্য সামনে আসতে থাকে। সিরিজ়ের গল্পের সঙ্গে সাম্প্রতিক এক ঘটনার মিল খুঁজে পাওয়া যায়। গত বছর বলিউডে মডেল অভিনেত্রী পুনম পাণ্ডের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। কিন্তু পরে জানা যায়, অভিনেত্রী ইচ্ছাকৃৎ নিজের মৃত্যুর খবর ছড়িয়েছিলেন বাড়তি ফলোয়ার্সের আশায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...