স্নাতক পর্যায়ে বিষয় নির্বাচনে নতুন ব্যবস্থা

উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে সঠিক কোন বিষয়টা নিয়ে এগোনো উচিৎ তা নিয়ে দ্বিধান্বিত থাকে ছাত্র-ছাত্রীরা। অনেক সময়ই এমন ঘটে যখন স্নাতক পড়া শুরু হয়ে গেছে কিন্তু মাঝ পথে গিয়ে শিক্ষার্থী বুঝতে পারলেন সে বিষয়টি নিয়ে না পড়ে অন্য বিষয় নিয়ে পড়লে ভালো হত। এই দ্বিধা দূর করতে চলেছে 'আনডিসাইডেড মেজর এডমিশন' কনসেপ্ট'। এই কনসেপ্ট অনুসারে, স্নাতকের বিষয় নির্বাচনের আগেই শিক্ষার্থীরা সুযোগ পাবে বিষয়গুলো পড়ে দেখার। 

 'আনডিসাইডেড মেজর এডমিশন' কনসেপ্ট নিয়ে এ বছরই ভর্তি কার্যক্রম শুরু করছে আহমেদাবাদ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পঙ্কজ চন্দ্র জানিয়েছেন, স্নাতক স্তরে কোনো বিষয় নির্ধারণ করেই এডমিশন নিতে হবে এমন কোন বাধ্য বাধকতা থাকছে না। স্টুডেন্টসরা অনার্সের বিষয় ঠিক না করেই ভর্তি হওয়ার সুযোগ পাবে। এরপর একবছরে দু'টি সেমিস্টার বিজ্ঞান, বাণিজ্য, সমাজ কল্যাণ, ব্যবস্থাপনা, শিল্পকলা বিষয়গুলিতে পড়ার সুযোগ পাবে। সেকেন্ড সেমিস্টারের পরে শিক্ষার্থীরা স্নাতকের বিষয় নির্বাচন করতে পারবে। 

স্নাতকের বিষয় নির্বাচন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের অন্যতম একটি অংশ। সাধারণত বিষয় নির্বাচনের ক্ষেত্রে এখনো মাতা-পিতা, আত্মীয় স্বজন বা কখনো বন্ধুবান্ধবের পছন্দ অনুযায়ী স্নাতকে পড়বার বিষয় নির্ধারিত হয়। সে ক্ষেত্রে মাঝ পথে গিয়ে বিপাকে পড়ে শিক্ষার্থী নিজেই। এমন সময় বিষয়টি ছেড়ে বেরোনোর সুযোগ না থাকলে বোঝা নিয়েই এগোতে হয় তাকে। অতিরিক্ত প্রেশারে ভুল পথেও পা বাড়ায় অনেকে। এরকম অবস্থায় 'আনডিসাইডেড মেজর এডমিশন'  কনসেপ্ট ভীষণ দরকারি বলে মনে করছেন অনেকেই। উপাচার্য পঙ্কজ চন্দ্র মনে করেন, ছাত্র-ছাত্রীরা স্কুল থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ে আসার সময় তাদের বয়স সীমা থাকছে ১৭ থেকে ১৮। ফলে বিষয় নির্বাচনে অনেক সময়ই দ্বিধান্বিত হয়ে পড়ে। এই সংশয় কাটিয়ে উঠতেই প্রথমে বিষয়সমূহের সাধারণ ধারণা দিয়ে তারপর নির্দিষ্ট বিষয় নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে ছাত্র ছাত্রীদের। একই পথ অনুসরণ করতে চলেছে হরিয়ানা সোনেপতের 'অশোকা বিশ্ববিদ্যালয়'। সেখানকার ডিন অফ স্টুডেন্টস দেবশ্রুতি রায়চৌধুরী জানান তাদের বিশ্ববিদ্যালয়ে অনেক আগে থেকেই শিক্ষার্থীরা এই সুযোগ পেয়ে আসছে। বিষয় নির্ধারণের সময়সীমাও বেড়েছে। অশোকা বিশ্ববিদ্যালয়ে বিষয় নির্বাচনের সময়সীমা তৃতীয় সেমিস্টার অব্দি। 

সরকারি বিশ্ববিদ্যালয় গুলিতে ভর্তির ভিড় অনুযায়ী 'আনডিসাইডেড মেজর এডমিশন' ব্যবস্থা এখনই প্রয়োগ করা যাবে কিনা সে বিষয়ে নিশ্চিত নয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মত বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে প্রতি বছর লক্ষাধিক ছাত্র ছাত্রী ভর্তি হয় সেখানে ওপেন সিস্টেম প্রয়োগ করা সম্ভব কিনা এ বিষয়ে নিশ্চিত নন কর্তৃপক্ষ। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...