উদ্বোধন হল তাজমহল দেখার ভিউ পয়েন্ট

তাজমহল আরও মোহময় হয়ে উঠবে। দুধ-সাদা এই সৌধ শুধু ভারত নয়, সারা বিশ্বের অত্যন্ত পছন্দের ডেস্টিনেশন। রোজ প্রচুর পর্যটক আসেন তাজ দর্শনে। সম্প্রতি খবরে প্রকাশ, তাজ মহলের বেশ কয়েকটা মার্বেল পাথর পাল্টানো হবে। তবে আরও একটি খবর তামাম তাজপ্রেমীদের মন ভালো করে দেবার জন্য যথেষ্ট।

                উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী গিরিরাজ সিং ধর্মেশ শুক্রবার মেহতাব বাগ তাজ ভিউ পয়েন্টের উদ্বোধন করলেন। পূর্ণিমার রাতে চাঁদের আলোয় গোটা তাজ-কে ঝলমল করতে দেখা যাবে এবার থেকে। এই নতুন ভিউ পয়েন্ট থেকে ভোরে ও রাতে তাজমহল দেখা যাবে। ভিউ পয়েন্ট থেকে তাজমহল দেখতে ভারতীয় পর্যটকদের প্রতি তিন ঘন্টায় ২০ টাকা করে লাগবেসকাল ৭-১০টা  এবং সন্ধ্যে ৭-১০টা পর্যন্ত খোলা থাকবে তাজমহলের নতুন ভিউ পয়েন্ট। আগ্রা ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে এই ভিউ পয়েন্ট তৈরী করা হয়েছে। ধর্মেশ সাংবাদিকদের বলেন, আরও কিছু ভিউ পয়েন্ট তৈরী করার কথা ভাবা হচ্ছে, যাতে আরও বেশি করে পর্যটকরা উৎসাহী হন। এ মাসে শুরুর দিকে আগ্রা জেলা প্রশাসনের তরফ থেকে তাজমহলের গেটের সামনে দু'টি এয়ার পিউরিফায়ার লাগানো হয়েছে যাতে সেখানকার বায়ু দূষণ কিছুটা হলেও রোধ করা যায়।

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...