বাংলায় আসছে নতুন মাছ

পশ্চিমবঙ্গে মাছ চাষের উন্নতির জন্য ৩টি নতুন প্রজাতির মাছ আমদানি করার সিদ্ধান্ত নিল রাজ্য মৎস্য বিভাগ। এই ডিপার্টমেন্টের আধিকারিকরা সম্প্রতি ভাইজাগে গিয়ে ধারাবাহিক কিছু বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়। রাজ্য মৎস্য দপ্তরের ডিরেক্টর শ্রী বি.কে মন্ডল জানান যে এই প্রকল্পের জন্য দক্ষিন ২৪ পরগনার বকখালি এলাকার হেনরী আইল্যান্ডে ইন্ডিয়ান পমপানো, গ্রুপার্স ও পেনিয়াস ইন্ডিকাস নামক এক চিংড়ি প্রজাতির মাছ চাষ করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরো জানান যে সব কিছু ঠিকঠাক চললে বছরের শেষে বাঙালিরা এই মাছগুলির স্বাদ উপভোগ করতে পারবে।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...