ব্যস্ত দিনের গাড়ি ধরার তাড়া থেকে মুক্তি পেতে অনেকেই ভরসা করেন অ্যাপ ক্যাবের উপর| এদিকে, দিনের পর দিন অ্যাপ ক্যাব পরিষেবায় আসছে বদল| সম্প্রতি আমেরিকায় উবর কোম্পানি তাদের হেলিকপ্টার পরিষেবা চালু করেছে| আমেরিকার একজন বাসিন্দা একদিন নিজের জন্য ক্যাব বুক করতে গিয়ে দেখেন হেলিকপ্টার পরিষেবা চালুর কথা| এই দৃশ্য দেখে হতচকিত সেই ব্যক্তি আগে তার স্ক্রিনশট নেন এবং তা তিনি শেয়ার করেন তার নিজের ট্যুইটারে| এরপরে বিষয়টি ভাইরাল হতে আর সময় লাগেনি|
নিউইয়র্ক-এর বাসিন্দা নিকোল তার নিজের বাড়ি থেকে জন এফ কেনেডি বিমানবন্দর যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেন| তিনি জানান, বাড়ি থেকে বিমানবন্দর যেতে ক্যাবে খরচ হবে ১২৬ ডলার| সেই মুহূর্তেই তিনি খেয়াল করেন উবর হেলিকপ্টার নিলে তার খরচ হবে ১০১ ডলার| ক্যাবের থেকে কপ্টার পরিষেবা সস্তায় পেয়ে স্বাভাবিকভাবেই চমকে যান নিকোল| তারপরে ক্যাব ক্যানসেল করে কপ্টারে করেই গন্তব্যে যান তিনি| এরপরেই তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট তিনি ভরিয়ে দিয়েছেন উবরের প্রশংসাবাণীতে| ইতিমধ্যেই ৭.৫৭ লক্ষ লোক পছন্দ করেছেন এই পোস্টটিকে| তাছাড়া ১.৫১ লক্ষ লোক এই নিয়ে মন্তব্যও করেছেন| দেখে নিন সেই ভাইরাল পোস্ট......
WHY THE FUCK IS THE UBER HELICOPTER THE CHEAPEST OPTION pic.twitter.com/sfemdDsoC0
— nicole loves harry (@nicoleej0hnson) December 23, 2019