প্রত্যেক চ্যানেলেই সমস্ত ধারাবাহিকগুলোর মধ্যে চলছে একটা হাড্ডাহাড্ডি লড়াই। সবাই নিজেদের মতন করে চেষ্টা করছে বিশেষ কিছু পর্বের মাধ্যমে দর্শকদের মন জয় করার। তাই রেটিং চার্টে প্রতি সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াই চলে প্রথম সারির সমস্ত বাংলা বাংলা চ্যানেলগুলির মধ্যে।
এদিকে টিআরপি চার্টেও প্রতি সপ্তাহে নানারকম বদল আসছে। দেখা যাচ্ছে বেশ কয়েকটি নতুন মেগা শুরু হচ্ছে। আবার অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে বেশ কিছু ধারাবাহিক। শুধু এই নয় বদল হয়ে যাচ্ছে একাধিক ধারাবাহিক সম্প্রচারের সময়।
এরই মাঝে টেলিপাড়ায় শোনা যাচ্ছে নয়া গুঞ্জন। শুরুর তিন মাস শুরু হয়েছে ধারাবাহিক, এরই মধ্যেই নাকি পালটে যাচ্ছে প্রধান নায়িকা।
স্টার জলসা চ্যানেলে গত অগাস্টের শেষের দিকে শুরু হয় নতুন ধারাবাহিক 'লভ বিয়ে আজ কাল'। যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত প্রযোজিত এই মেগাতে জুটি বেঁধেছিলেন ওম সাহানি ও নবাগতা মৌমিতা সরকার।
মেগার শুরু হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা রকম ট্রোলিংয়ের শিকার হোন অভিনেত্রী মৌমিতা। অনেকেই মন্তব্য করেন যে নবাগত অভিনেত্রী নাকি এখনও অভিনয় করতেই জানেন না। সেইখান থেকেই হঠাৎ শোনা যাচ্ছে যে এই ধারাবাহিকে নায়িকার মুখ বদল হতে চলেছে।
‘লভ বিয়ে আজ কাল' ধারাবাহিকে শোনা যাচ্ছে মৌমিতা সরকারের জায়গায় ‘শ্রাবণ’-এর চরিত্রে এবার থেকে অভিনয় করবেন অভিনেত্রী তৃণা সাহা। ইন্ডাস্ট্রির খবর অনুযায়ী, তৃণার নাকি লুকও নাকি সেট হয়ে গেছে।
সেই সঙ্গে এটাও শোনা যাচ্ছে শারীরিকভাবে অসুস্থ অভিনেত্রী মৌমিতা। তাই বেশ কিছুদিনের জন্য বিরতিও নিয়েছেন তিনি। যদিও এখনও পর্যন্ত এই প্রসঙ্গে নিয়ে কেউ কিছু বলতে নারাজ। তবে সবটাই নাকি হচ্ছে একেবারে রাখঢাক করে।
কিন্তু শ্রাবণের চরিত্রেই এবার তৃণাকে দেখা যাবে নাকি গল্পে নতুন কোনও ট্যুইস্ট আসছে, সেটা এখনও অজানা, তাই সময়ের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
বর্তমানে বড়পর্দার বেশি কাজ করলেও, ছোটপর্দারর চেনা মুখ অভিনেতা ওম সাহানি। যদিও বহুদিন টেলিভিশন জগৎ থেকে দূরেই ছিলেন তিনি। দেখা যাচ্ছে নতুন এই ধারাবাহিকের হাত ধরে প্রায় এক দশক পর আবার মেগা সিরিয়ালে কামব্যাক করেছেন চলেছেন ওম।
অন্যদিকে মৌমিতা মডেলিং ও বিজ্ঞাপন জগতের পরিচিত এক মুখ এবং অভিনেত্রী তৃণা সাহা বিনোদন জগতের পরিচিত মুখ। 'খড়কুটো' ধারাবাহিকের সাফল্যের পরে 'বালিঝড়' ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু সেইটা অল্প সময়ের মধ্যেই বন্ধ হয়ে যায়। যদি এই গুঞ্জন সত্যি হয় তাহলে তৃণার এটাই হবে ছোটপর্দায় কামব্যাক।