New Traffic Rules: ডানলপ মোড়ের যানজট কমাতে নতুন নির্দেশিকা জারি করল ব্যারাকপুর পুলিশ

ডানলপ মোড়ের যানজট কমাতে নতুন নির্দেশিকা জারি করল ব্যারাকপুর পুলিশ। ব্যারাকপুরের দিক-সহ নিবেদিতা সেতুতে তীব্র যানজটে সাধারণ মানুষকে নিত্য ভোগান্তি পোহাতে হত। সেই সমস্যা সমাধানে শনিবার থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে।

বি টি রোডের ডানলপ মোড় চারটি রাস্তা এসে মিশেছে। শ্যামবাজার এবং ব্যারাকপুরের দিক থেকে রাস্তা এসে এই মোড়ে মিশেছে। আবার ডানলপ থেকে দক্ষিণেশ্বরের দিকে যাওয়ার ও আসার রাস্তাও যুক্ত হয়েছে এখানে। কাছেই সবেদাবাগানে রয়েছে নিবেদিতা সেতুতে ওঠার এবং নামার রাস্তা। এই সমস্ত রাস্তাতেই ট্রাফিক জ্যামে দীর্ঘক্ষণ আটকে থাকত যাত্রীরা। বারংবার অভিযোগ ওঠার কারণে এই নিয়ে সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠক করেন ব্যারাকপুরের পুলিশকর্তারা। এর পরেই সমস্যা সমাধানে অন্য পথে যান চলাচলের বিষয়ে (ট্র্যাফিক ডাইভারশন) ব্যারাকপুরের নগরপাল অলোক রাজোরিয়া একটি নোটিস জারি করেন।

উক্ত নির্দেশিকায় জানানো হয়েছে, রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত শ্যামবাজারের দিক থেকে আগত ব্যারাকপুরমুখী গাড়ি ডানলপ মোড় পার করতে পারবে না। সমস্ত যানবাহনকে ডানলপ মোড় থেকে বাঁ দিকে পি ডব্লিউ ডি রোড দিয়ে দক্ষিণেশ্বর বাস-আইল্যান্ডে আসতে হবে। ওই আইল্যান্ড ঘুরে পি ডব্লিউ ডি রোড হয়ে গাড়িগুলিকে ডানলপ মোড়ে গিয়ে বি টি রোডে উঠে ব্যারাকপুরে যেতে হবে। এই নিয়ম কার্যকর হলে ডানলপ ট্র্যাফিক পুলিশ আশা করছে, ডানলপ মোড়ে কোনও সিগন্যাল বেশিক্ষণ আটকে থাকবে না। এর ফলে নিবেদিতা সেতু এবং দক্ষিণেশ্বরের দিক থেকে আসা সমস্ত গাড়ি ডানলপ মোড় দিয়ে খুব সহজে যেতে পারবে।

অন্য দিকে, দক্ষিণেশ্বরের দিক থেকে ব্যারাকপুরমুখী গাড়ি ডানলপ মোড়ের সিগন্যাল এড়ানোর জন্য পি ডব্লিউ ডি রোডের সবেদাবাগান দিয়ে আর এন টেগোর রোড ধরে বি টি রোডে উঠত এবং ব্যারাকপুর থেকে দক্ষিণেশ্বরমুখী ছোট গাড়িও সেই রাস্তা দিয়ে যাতায়াত করত। কিন্তু নতুন নির্দেশিকা অনুযায়ী, সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আর এন টেগোর রোড দিয়ে সবেদাবাগানের দিকে শুধু আসা যাবে। আর বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সেই রোড ধরে শুধুমাত্র যাওয়া যাবে।
এই নিয়ম সঠিক ভাবে কার্যকর হলে সাধারণ মানুষ এই রাস্তার যানজট থেকে মুক্তি পাবে বলে আশা করছে ব্যারাকপুর পুলিশ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...