শিলিগুড়ির সাফারি পার্কে এবার টয়ট্রেন

শিলিগুড়ি থেকে সাত কিলোমিটার দুরে মহানন্দা অভয়ারণ্যে তৈরী হয়েছে একটি পার্ক| তৈরির পর থেকেই বেশ ভিড় হতে শুরু করে সেই পার্কে| এবার সেই পার্কেই হতে চলেছে একটি নতুন সংযোজন| হ্যাঁ, শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের কথাই বলছি| এই সাফারি পার্কের এবারের নতুন আকর্ষণ হিসেবে আসতে চলেছে টয়ট্রেন|

তবে বন্যপ্রাণীদের সুরক্ষার কথা মাথায় রেখে টায়ারের চাকা লাগানো ব্যাটারিচালিত গাড়ি চালানোর কথা ভাবা হয়েছে| পার্কে দর্শকসংখ্যা বাড়াতে এবার পার্কে আসতে চলেছে গন্ডার, বাইসন এবং কুনকি হাতি|এছাড়াও সেখানে একটি প্রজাপতি এবং একটি সাপের পার্ক তৈরীর কথাও হচ্ছে| মাননিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে এই পার্কটি নতুন ভাবে সাজিয়ে তোলার কথা ভাবা হচ্ছে|

এর আগে বেঙ্গল সাফারি পার্কে দৌড়াতো সাফারি গাড়ি| সেই গাড়ির সামনে থেকে হেঁটে চলে বেড়াতো রয়াল বেঙ্গল টাইগার, লেপার্ড, বাইসন, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, চিতল হরিণ, বুনো শুয়োর প্রভৃতি|এর সাথে হাজার হাজার প্রজাতির পাখি| সেখানেই এবার ব্যাটারিচালিত চার চাকার টয়ট্রেন ছোটাতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী|

জানা গেছে, গত দুই বছরে দুই লক্ষেরও বেশি পর্যটক এসেছেন এই পার্কে| পর্যটক সংখ্যা বাড়ার সাথে সাথে কঠিন হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাও| আগের থেকে আরও বেশি সংখ্যক নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয়েছে বলেও জানা গেছে| নতুন অতিথিরা এসে পড়লে পর্যটক সংখ্যা আরও বাড়বে বলে আশা পার্ক কর্তৃপক্ষের|

অন্যদিকে, গুঞ্জন ছড়িয়েছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের কয়েকদিনের জন্য ঘুম উড়িয়ে দেওয়া শচীন এবার আসতে চলেছে কলকাতার আলিপুর চিড়িয়াখানায়| এই বছর শুরুর প্রাক্কালে হঠাত নিজের খাঁচা থেকে উধাও হয়ে যায় শচীন| অনেক খোঁজ খবর করার পরেও চিতাটিকে খুঁজে পেতে বেগ পেতে হয়েছিল পার্ক কর্তৃপক্ষ থেকে বনকর্তাদের|অবশেষে তাকে মাংসের লোভ দেখিয়ে ফিরিয়ে আনা হয়েছিল তার নিজের এনক্লোজারে| খাঁচায় রেখেই তার চিকিত্সার ব্যবস্থা করা হয়েছিল তখন| এখন মনে করা হচ্ছে সচিনের জনপ্রিয়তার কথা মাথায় রেখে তাকে কলকাতায় আনা হতে পারে| কলকাতার আলিপুর চিড়িয়াখানাই হতে পারে তার স্থায়ী বাসস্থান|

এটা শেয়ার করতে পারো

...

Loading...