জুলাই মাস থেকে পূর্ব রেলে নতুন টাইম টেবিল চালু হচ্ছে। পূর্ব রেল সূত্রে খবর, নতুন টাইম টেবিলে ছ'টি নতুন লোকাল ট্রেনের কথা উল্লেখ করা হয়েছে। পূর্ব রেলের আধিকারিকেরা জানান, নতুন যে সমস্ত সংযোজন বা পরিবর্তন হয়েছে, তা যাত্রীদের কথা বিবেচনা করেই করা হয়েছে। আগামী দিনে যাত্রী পরিষেবার মান আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।
হাওড়া এবং শিয়ালদায় এতদিন বিশেষ ট্রেন হিসেবে চলা লোকাল ট্রেনগুলিকে এবার নিয়মিত ট্রেনে রূপান্তরিত করা হচ্ছে। এছাড়াও একাধিক দূরপাল্লার ট্রেন ছাড়ার সময় পরিবর্তন, বন্ধ থাকা একাধিক ট্রেনকে পুনরায় চালু করা সহ বেশ কিছু নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে আগামী মাস থেকে। পূর্ব রেল সূত্রে খবর, নতুন লোকাল ট্রেনগুলি চালানো হবে লক্ষ্মীকান্তপুর-সোনারপুর, সোনারপুর-ক্যানিং, ক্যানিং-সোনারপুর, সোনারপুর-ডায়মন্ডহারবার, ডায়মন্ডহারবার-সোনারপুর রুটে। শিয়ালদহ তে স্পেশাল ট্রেন হিসেবে চলা ১২টি লোকাল ট্রেনকে নিয়মিত ট্রেন হিসেবে চালানো হবে। হাওড়া-তে এই রকম ১০টা স্পেশাল ট্রেনকে নিয়মিত ট্রেন হিসেবে চালানোর কথা। দু'টি লোকাল ট্রেনের রুট কিছুটা বদল করা হয়েছে। কিছু ট্রেনের যাত্রাপথ সম্প্রসারিত করা হয়েছে। তবে মাঝেরহাট-নিউ আলিপুর শাখায় নতুন লেভেল ক্রসিং তৈরির জন্য ২৭টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে।
পূর্ব রেলের এক কর্তার বক্তব্য অনুযায়ী চন্দ্রপুরা -ধানবাদ রুটে ট্রেন পরিষেবা বন্ধ থাকায় একাধিক ট্রেনের পরিষেবা নিয়ন্ত্রণ করা হয়েছিল। এই ট্রেনগুলি আবার স্বাভাবিক নিয়মেই চলবে। নতুন সূচী অনুযায়ী দু'টি প্যাসেঞ্জার ট্রেন এক্সপ্রেস ট্রেনে রূপান্তরিত হয়েছে। দূরপাল্লার ট্রেনের সূচি বদল ঘটেছে হাওড়া-যোধপুর এক্সপ্রেস, হাওড়া-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, হাওড়া-ডিব্রুগড় এক্সপ্রেস, সহ মোট ছ'টি ট্রেনের। একাধিক ট্রেনের নতুন স্টপেজের ঘোষণাও করা হয়েছে।