বিরল প্রজাতির ব্যাঙ

খোঁজ মিলল এক বিরল প্রজাতীর ব্যাঙের । গোয়ার মালভুমি অঞ্চলে বৈজ্ঞানিকরা খোঁজ পায় এই ব্যঙের। অঙ্গসংস্থান ও ভৌগলিক পরিস্থিতির বিচার করে এবং গোয়ার এক শহরে আবিস্কৃত হওয়ার ফলে সেই শহরের নামে এই প্রজাতীর নামকরণ করা হয়েছে। বৈজ্ঞানিকদের মতে এই প্রজাতীর ব্যঙ স্থলজ প্রজাতীর ব্যঙের মধ্যে আকৃতিতে সবচেয়ে বড়। স্থলজ প্রাণী হলেও জলাশয়ের কাছে বেশী দেখতে পাওয়া যায় এদের। বেশীরভাগ সময়টা কাটায় জলের ধারে বসে সঙ্গিনীর অপেক্ষায় ।সম্প্রতি গোয়ার বিভিন্ন অস্থায়ী জলাশয়, ল্যাটেরাইট মালভূমি ও ধান ক্ষেতে এই বিরল প্রজাতির ব্যাঙের খোঁজ মিলেছে বলে জানান বৈজ্ঞানিকরা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...