খোঁজ মিলল কাঁকড়ার নাম ‘আন্নামালাই’

নদীর মোহনায় খোঁজ মিলেছে এক নতুন প্রজাতির কাঁকড়ার। তামিলনাড়ুর কাড্ডালোর জেলার ভেল্লার নদী-মোহনায় ম্যানগ্রোভ অঞ্চলে আন্নামালাই বিশ্ববিদ্যালয়ের  অধীনস্থ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ ফর  মেরিন বায়োলজি বিভাগের গবেষকরা এই কাঁকড়ার খোঁজ পেয়েছেন। এই কাঁকড়ার নাম ‘সিউডোহেলিস আন্নামালাই’। খুদে সাইজের কাঁকড়া গতিতে অত্যন্ত ক্ষিপ্র, কিন্তু হিংস্র নয়।  

দেশের শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে আন্নামালাই বিশ্ববিদ্যালয়ের ১০০ বছরের অবদানকে সম্মান জানাতে এই নামকরণ করা হয়েছে। জ্যুলজিক্যাল স্টাডিজ জার্নালে নতুন কাঁকড়ার খোঁজ পাওয়ার কথা প্রকাশিত হয়েছে।  

কাঁকড়ার পৃথিবীতে প্রায় ৭ হাজার প্রজাতির কাঁকড়া আছে। তার মধ্যে নতুন সংযোজন ‘সিউডোহেলিস আন্নামালাই’। এদের চেনা যায় খুব সহজে। বেগুনি ও ধূসরের ওপর সাদা-বাদামি ছাপ আলাদা ভাবে চিনিয়ে দেয় ‘আন্নামালাই’কে। ম্যানগ্রোফ অঞ্চলে ২৫-৩০ সেন্টিমিটার গর্ত করে থাকে। এখনও পর্যন্ত এই প্রজাতির ১৭টি কাঁকড়ার খোঁজ পাওয়া গিয়েছে।

কলকাতার জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার শাখায় খুব তাড়াতাড়ি ‘সিউডোহেলিস আন্নামালাই’ নমুনা পাঠানো হবে বলে জানা গিয়েছে। 

 

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...