সংস্কৃত ভাষায় ভারতের রাজনৈতিক মানচিত্র

নাগাল্যান্ডম।মানস সরোবর ঝিলহ। পাকিস্তানম।আফগানিস্তানম।

সংস্কৃত ভাষায় প্রকাশিত ভারতের রাজনৈতিক মানচিত্রে এমনই অভিনব হয়ে উঠেছে চেনা নাম।

সম্প্রতি দিল্লির বিজ্ঞান ভবনে সংস্কৃত ও হিন্দি মানচিত্র প্রকাশ করেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষ বর্ধন।   

জাতীয় বিজ্ঞান দিবসের একটি অঙ্গ হিসেবে উন্মোচন করা হয় এই মানচিত্র।  

১৮ বছর পর এই প্রথমবার। সার্ভে অফ ইন্ডিয়া সংস্কৃত ভাষায় ভারতের রাজনৈতিক মানচিত্র প্রকাশ করল। ২০০২ সাল থেকেই সংস্কৃত ভাষায় ভারতের মানচিত্র দাবী উঠে আসছিল বিভিন্ন মহল থেকে। প্রধান মন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের আমলে প্রথমবার প্রকাশিত হয়।

বেশির ভাগ শহরের নাম একই আছে। হিন্দির মতোই। কেবল নামের সঙ্গে অতিরিক্ত হিসেবে সংস্কৃত প্রত্যয় যুক্ত করা হয়েছে। তার জেরেই রাজস্থান হয়েছে ‘রাজস্থানম’। পঞ্জাব হয়েছে ‘পঞ্জাবাহ’। কেরলকে বলা হয়েছে ‘কেরলম’।আবার কর্নাটক ‘কর্নাটকাহ’।

সংস্কৃত  ভাষার এই মানচিত্রে চিনকে ‘চিন-গণরাজ্যম’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যে ভৌগলিক বদল ঘটেছে সে সমস্ত বদল এবং বিন্যাসকেও অন্তর্ভুক্ত করা হয়েছে সংস্কৃত ভাষায় ভারতের রাজনৈতিক মানচিত্রের নবতম সংস্করণে।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...