New Restaurant: দ্বিতীয় রেস্তরাঁ খুলতে চলেছেন সৌরভ-সব্যসাচী

সৌরভ-সব্যসাচী দ্বিতীয় রেস্তরাঁ খুলতে চলেছেন। এর পূর্বে তাঁরা একটি রেস্তরাঁ খুব সফলভাবে চালনা করেছেন। সৌরভ জানিয়েছেন, অভিনয় তাদের পেশা, আর রেস্তরাঁ তাদের প্যাশন। সেই কারণে পেশা ও প্যাশনের মধ্যে ভারসাম্য বজায় রেখেই তাঁরা এই পথে হাঁটছেন।

রেস্তরাঁর ব্যবসা বিনোদন জগতের নানা মানুষদের মধ্যেই খুব জনপ্রিয়। বলিউড, টলিউডের নানা শিল্পীরা তাদের নিজস্ব রেস্তোরাঁ খুলেছেন। বলিউডে মিঠুন চক্রবর্তী, শিল্পা শেট্টি, অক্ষয় কুমারের মতো তারকাদের নিজস্ব রেস্তরাঁ রয়েছে। টলিউডও এই ক্ষেত্রে পিছিয়ে নেই। টলিউডের শিল্পীদের মধ্যেও এই প্রবণতা দিন দিন বাড়ছে। দেবের রেস্তরাঁ বহু জনপ্রিয়। একইভাবে, সৌরভ দাস ও সব্যসাচী চৌধুরীর যৌথ রেস্তরাঁ ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে। এবার তাঁরা দ্বিতীয় রেস্তরাঁ খোলার প্রস্তুতি নিচ্ছেন।

অনেকেই ভাবেন, অভিনয়ে কাজের অভাবেই হয়তো তারকারা রেস্তরাঁ ব্যবসায় মন দিচ্ছেন। কিছু দিন আগেই পরিচালক অয়ন সেনগুপ্ত কাজের অভাবে ফুটপাতে খাবারের দোকান খুলেছেন। কিন্তু সৌরভ ও সব্যসাচীর দাবি, তাঁদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা। সব্যসাচীর বক্তব্য, সৌরভ কাজের চাপে রেস্তরাঁর দায়িত্ব নিতে পারেন না। কিন্তু সব্যসাচী আপাতত ধারাবাহিক থেকে দূরে আছেন। তিনি বর্তমানে লেখালিখি আর ছোট ছবি পরিচালনা নিয়ে ব্যস্ত। তাই তাঁদের রেস্তোরাঁর দেখভাল সব্যসাচী তুলনামূলকভাবে বেশি করেন।

তবে অনেকেই কাজের অভাবে বাণিজ্যের দিকে ঝুঁকছেন। বিনোদন জগতের অনিশ্চিত ভবিষ্যতের কথা মাথায় রেখেই অনেকেই বিকল্প পথ খুঁজছেন। অভিনয় হোক বা রেস্তরাঁ ব্যবসা, টলিউড তারকারা দু’ক্ষেত্রেই নিজেদের জায়গা শক্ত করতে চাইছেন। তাঁদের এই উদ্যোগ শুধু তাঁদের ব্যক্তিগত স্বপ্নপূরণের পথ নয়, বরং টলিউডের তারকাদের বহুমুখী প্রতিভার এক অনন্য উদাহরণ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...