রেকর্ডময় আইপিএল ১২

দীর্ঘ ১ মাসের অপেক্ষার পর,  অবশেষে আইপিএল ট্রফি গেল মুম্বইয়ের ঘরে। চেন্নাইকে ১ রানে হারিয়ে চতুর্থ বারের জন্য আইপিএল জিতল রোহিত শর্মারা। শুধু তাই নয় ইতিহাসে প্রথমবার চেন্নাই সুপার কিংস, মুম্বইয়ের বিরুদ্ধে খেলা চারটি ম্যাচেই পরাজিত হল। আর যাই হোক না কেন রোহিত শর্মার অধিনায়কত্বের কাছে বার বার মাথা নত করতে হল ধোনির ক্যাপ্টেন্সি কে। এছাড়াও আরও অনেক  রেকর্ডের সাক্ষী ছিল এবারের আইপিএল। এক নজরে সেই রেকর্ডগুলি।

১) মুম্বই ইন্ডিয়ান্সের আলজারি জোসেফ এক অনন্য নজির গডেছেন এই আইপিএলে। সানরাইজার্সের বিরুদ্ধে তার নির্ধারিত চার ওভারে ১২ রান দিয়ে ৬ উইকেট নেওয়ার নজির এর আগে হয় নি। 

২) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ড্যাভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্ট-র ১৮৫ রানের ওপেনিং পার্টনারশিপ আইপিএল ইতিহাসে সর্বোচ্চ।

৩) সেই একই ম্যাচে বেয়ারস্ট ও ওয়ার্নারের শতরান ছিল আইপিএল ইতিহাসে প্রথমবার যেখানে দুজন ওপেনিং ব্যাটসম্যান-ই এক ইনিংসে শতরান পায়।

৪) এই আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ সবচেয়ে বেশি রেকর্ড সৃষ্টি করেছে। বেয়ারস্ট ও ওয়ার্নারের যুগলবন্দীতে করা ৭৯১ রান আইপিএল ইতিহাসে সর্বোচ্চ ফার্স্ট উিকেট পার্টনারশিপ

৫) মাত্র ১৬ বছর বয়সে আইপিএল খেলে নজির গড়লেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রয়াস রায় বর্মন।

৬) রাজস্থানের বিরুদ্ধে ৯৭ রান করেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। আইপিএল ইতিহাসে, একজন কেকেআর অধিনায়কের করা এটাই সর্বোচ্চ রান।

৭) মাত্র ১৭ বছর বয়সে আইপিএলে অর্ধশতরান করে নজির গড়লেন রাজস্থানের রিয়ার পারাগ। এর আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন তারই সহ খেলোয়াড় সঞ্জু স্যামসন।

৮) ২০ বছর বয়সে হ্যাটট্রিক করে আইপিএলের ইতিহাসে এক নয়া নজির গড়েন স্যাম কুরাণ। আইপিএল ইতিহাসে তিনি কনিষ্ঠতম খেলোয়াড় যিনি হ্যাটট্রিক পান।

৯) ১২ বছরের আইপিএল ইতিহাসে রাজস্থানই একমাত্র দল ছিল যারা ২০০৮ সালে লিগ শীর্ষে থেকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়। এবারে সেই রেকর্ডের খাতায় নাম উঠল মুম্বই ইন্ডিয়ান্সের। ২০১৯ সালে তারাও লিগ শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হল।

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...