রেকর্ড আর বিরাট কোহলি দুই একে অপরের পরিপূরক। কটকে সিরিজের তৃতীয় ম্যাচে নতুন রেকর্ড করল ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। মোট রানের দিক দিয়ে এখন সপ্তম স্থানে রয়েছেন ভারতীয় অধিনায়ক।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩১৬ রান টার্গেট করতে নেমে ৮১ বলে ৮৫ রানের দুরন্ত ইনিংস খেলেন কোহলি। এই দিনের ইনিংসের ফলে তিন ফরম্যাট মিলিয়ে এক ক্যালেন্ডার বর্ষে কোহলির মোট রান ২৪৫৫। যা এক বছরে সর্বাধিক। এই তালিকায় দুইয়ে রয়েছেন রোহিত শর্মা। তিন ফরম্যাট মিলিয়ে তাঁর মোট রান ২৪৪২। ভারতীয় অধিনায়কের এই ম্যাচে দুরন্ত ইনিংসের জন্য ভারত সিরিজ জিতে নেয় ২-১ ফলে।
এর সাথে একদিনের ক্রিকেটে মোট রানের বিচারে দক্ষিন আফ্রিকার জাক কালিসকে টপকে গেল কোহলি। দক্ষিন আফ্রিকার হয়ে তিনি একদিনের ক্রিকেটে মোট রান করেছিলেন ১১৫৭৯। কটকের ইনিংসের পর বিরাটের মোট রান দাঁড়াল ২৪২ ম্যাচ খেলে ১১৬০৯। ভারত অধিনায়ক এখন সপ্তন স্থানে রয়েছেন। তার আগে রয়েছেন সচিন তেন্ডুলকর, রিকি পন্টিং, কুমার সঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, ইনজামাম- উল- হক, জয়সূর্য।