সবথেকে কম সময়ের ব্যবধানে যাত্রা করে রেকর্ড সৃষ্টি ব্রিটিশ এয়ারওয়েজের বিমানের

বেশ কিছু বছরের মধ্যে এই প্রথমবার একটি যাত্রীবাহী ব্রিটিশ এয়ারওয়েজের বিমান নির্ধারিত সময়ের থেকেও কম সময়ে আমেরিকা থেকে লন্ডন যাত্রা করেছে। নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সঠিক সময়ে যাত্রা শুরু করে আটলান্টিকের উপর দিয়ে গিয়ে মাত্র ৪ ঘণ্টা ৫৬ মিনিটের মধ্যেই লন্ডনের হিথরো বিমানবন্দরে অবতরণ করে রেকর্ড সৃষ্টি করল।   

ফ্লাইটরাডার ২৪ -এর রিপোর্ট অনুযায়ী নিউ ইয়র্ক থেকে লন্ডন বিমানে পৌঁছাতে সময় লাগে ৬ ঘণ্টা ১৩ মিনিটের মতো। ব্রিটিশ এয়ারওয়েজ বোয়িং ৭৪৭ বিমান সেই জায়গায় পাঁচ ঘণ্টার কিছু কম সময়েই যাত্রা সম্পূর্ণ করেছে। অথচ আশা করা হয়েছিল যে, এই ফ্লাইটটি ১০২ মিনিট বেশি সময় নেবে।

এর আগে এরকমই একটি রেকর্ড সৃষ্টি করেছিল একটি নরওয়েজিয়ান এয়ার ফ্লাইট। এই বিমানটি দুটি শহরের মধ্যে যাত্রা  করতে সময় নিয়েছিল ৫ ঘণ্টা ১৩ মিনিট।  

ফ্লাইটরাডার ২৪-এর কমিউনিকেশন ডিরেক্টর জানিয়েছেন যে, এক্ষেত্রে উক্ত বিমানের যাত্রাপথের এবং উড়ানের জন্য বায়ু  এবং বায়ু প্রবাহের ফলে সৃষ্ট বিদ্যুৎ আদর্শ ছিল। এদিকে ব্রিটিশ এয়ারওয়েজ বোয়িং ৭৪৭ বিমানটির যাত্রা সময়ের ব্যাপারে নিশ্চিত হয়ে মন্তব্য করেছে যে, রেকর্ড যাই হোক না কেন, তাঁদের সংস্থা গতির চেয়ে যাত্রী সুরক্ষাকেই বেশি প্রাধান্য দেয়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...