মেট্রোর ইতিহাসে এযেন এক সঞ্জীবনী উপহার। কলকাতা মেট্রোয় এবার আসতে চলেছে চীনের অত্যাধুনিক রেক। আগামী মার্চেই আসবে এই বিদেশী রেক, এমনটাই খবর দিচ্ছে মেট্রো রেল। চীন থেকে ১৪ টি অত্যাধুনিক এসি রেক আনা হবে। প্রতিটি রেকের ভিতরে লাগানো থাকবে সিসিটিভি ক্যামেরা যার ফলে চালক কেবিনে বসেই লক্ষ্য রাখতে পারবেন যাত্রীদের ওপর। সিসিটিভি থাকার সুবিধা হল, মেট্রোর ভিতর অপরাধমূলক কোনও ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে পদক্ষেপ নেবেন মেট্রো চালক, জানান মেট্রো কর্তৃপক্ষের একটি বিশেষ দল।
এইমুহূর্তে যে নন-এসি রেকগুলি রয়েছে সেগুলো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রোর এক কর্মকর্তা বলেন যে, বর্তমানে যে এসি রেকগুলি রয়েছে সেগুলির চেয়ে চীন এর রেকগুলি অনেক বেশি উন্নত ও অত্যাধুনিক। এইমুহূর্তে যে এসি রেকগুলি রয়েছে তার প্রতিটিতে ২২ টনের এসি রয়েছে। আর চীনের রেকগুলিতে রয়েছে ৩০ টনের এসি। এই এসিগুলি থেকে জল পড়ার কোনও সমস্যাও থাকবে না বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো রেল সূত্রের খবর, বর্তমানে রেকগুলির প্রতিটি বগিতে ৮ টি করে 'টকব্যাক ইউনিট' রাখার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে যাত্রীদের বিভিন্ন সময়ে নানা সংকটের মুখে পড়তে হয়। কখনো চলতে চলতে হঠাৎ করে মেট্রো বন্ধ হয়ে যাওয়া আবার কখনো আগুন লাগা, আর এইসব নিয়ে আতঙ্ক ছাড়াচ্ছে যাত্রীদের মধ্যে। আর ঠিক এই কারণেই মেট্রো কর্তৃপক্ষ প্রতিটি রেকে সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে চেন্নাইয়ের ফ্যাক্টরি থেকে ৪টি এসি রেক এসেও গিয়েছে। রেল বোর্ড ছাড়পত্র দিলে তবেই এইগুলিকে যাত্রীদের জন্যে বাস্তবায়িত করা হবে। অনুমোদনপত্র পেলেই রেকগুলিকে বাণিজ্যিকভাবে ব্যাবহার করা যাবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ ।