বাঘাযতীনে মাটির নিচের জলের ব্যবহার কমাতে নতুন পাম্পিং স্টেশন

মাটির নিচের জলের ব্যবহার কমাতে ও পরিস্রুত খাবার জল পৌঁছে দিতে বাঘাযতীন এলাকায় একটি পাম্পিং স্টেশন তৈরী করলো কলকাতা পুরসভা| শুক্রবার মেয়র ফিরহাদ হাকিম গাঙ্গুলিবাগানে এই প্রকল্পটি উদ্বোধন করেন| গাঙ্গুলিবাগানসহ বাঘাযতীন,রামগড় এলাকায় জলবাহিত রোগের প্রাদুর্ভাব রয়েছে বেশ কয়েকবছর ধরেই| বেশিরভাগ বাসিন্দাদেরই খাবার জলের জন্য ভরসা করতে হয় টিউবওয়েল বা বোরিং জলের ওপর| তাই এখানকার অধিবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে পরিষ্কার জল সরবরাহ করার জন্য এই স্টেশনটি চালু করা হলো | পানীয় জলে যাতে আর্সেনিকের সমস্যা না থাকে তার জন্য একটি ক্যাপসুল বুস্টার পাম্পিং স্টেশনের নির্মান করা হয়েছে|বাঘাযতীন, গাঙ্গুলি বাগান, রামগড় এবং যাদবপুর এলাকার পকেটগুলিকে ফিল্টারযুক্ত জল সরবরাহ করবে এই নতুন স্টেশনটি| ২০১৭ মার্চ মাসে বাঘাযতীন অঞ্চলে জলবাহিত রোগে আক্রান্ত হন ১০০ বেশি বাসিন্দা | তারপর থেকেই এই অঞ্চলে পরিষ্কার খাবার জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার পরিকল্পনা করে পুরসভা| এর পাশাপাশি আজ শনিবার তিলজলা এলাকার পিকনিক গার্ডেন রোডের সিএন রায় রোডের দুটি আরও পাম্পিং স্টেশন উদ্বোধন করেন মেয়র|

এটা শেয়ার করতে পারো

...

Loading...