কৃষকদের আয় বাড়াতে রাজ্যে আসছে নতুন প্রকল্প| শস্য উত্পাদন ও বিপণনের সুবিধা দিতে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন (এফপিও) প্রকল্পটি তৈরী করেছে ন্যাশানাল ব্যাঙ্ক ফর রুরাল ডেভেলপমেন্ট (নাবার্ড)| এবার প্রকল্পটি চালু হচ্ছে রাজ্যে| নাবার্ডের পশ্চিমবঙ্গ শাখার চিফ জেনারেল ম্যানেজার সুব্রত মণ্ডলের দাবি, রাজ্যে এ ধরনের প্রকল্প প্রথম হচ্ছে | প্রকল্পটি কার্যকর হলে চাষিদের আয় প্রায় তিন গুন বেড়ে যাবে বলে তাঁর দাবি|
প্রতিটি এফপিও নথিভুক্ত হবে প্রডিউসার্স কোম্পানি অ্যাক্টের আওতায়| প্রকল্পটিতে ৫০০-১০০০ জন সদস্যের একাধিক ইউনিট থাকবে এবং তারাই হবেন উইনিটটির শেয়ারহোল্ডার| সুব্রতবাবু আরো জানান, শেয়ার বাবদ চাষির লগ্নি করা টাকার সমপরিমাণ কেন্দ্রের স্মল ফার্মার্স অ্যাগ্রো বিজনেস কনসর্টিয়াম থেকে ঋণ মিলবে|