ভারতীয় রেলমন্ত্রকের নতুন প্রকল্প 'জান ভাগীদারী’

আমরা রেলের যাত্রীরা অনেক সময়েই রেলের বিভিন্ন পরিষেবার নিম্ন মান নিয়ে সরব হই| ভারতীয় রেলমন্ত্রক এ ব্যাপারে একটি সুখবর নিয়ে এসেছে| নিজেদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে এবার আপনিও প্রতিযোগীতার মাধ্যমে পেয়ে যেতে পারেন ১০ লক্ষ টাকা| এবার থেকে আপনার যখন কোনও পরিষেবা পছন্দ হবে না, তখন চট করে ভেবে নেবেন কি বা কোন পদ্ধতির মাধ্যমে তা আপনার মনের মত করা যেতে পারে যা সকলেরই পছন্দ হবে পাশাপাশি তার থেকে রেলের ঘরেও কিছু মূলধন আসবে| মোদ্দা কথা হল, কিভাবে যাত্রী পরিষেবা উন্নত করার সঙ্গে রেলের অর্থনৈতিক কাঠামোর ও উন্নতি হয়, সেটাই ভেবে জানাতে হবে| এই প্রকল্পের বা প্রতিযোগীতার নাম দেওয়া হয়েছে `জান ভাগীদারী’| innovative.mygov.in –এই সাইট এ গিয়ে সমস্ত বিবরণ দেখা যেতে পারে বলে জানাচ্ছে রেল মন্ত্রক| মোট ৪টে পুরস্কার ঘোষণা করা হয়েছে| প্রথম পূরস্কার-১০লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার-৫লক্ষ টাকা, তৃতীয় পুরস্কার-৩লক্ষ টাকা এবং চতুর্থ পুরস্কার-১লক্ষ টাকা| ১৯ মে ২০১৮ তারিখের বিকেল ৬.০০ টার মধ্যে অনলাইন ফর্ম পুরন করে সাবমিট করতে হবে|

 এই প্রতিযোগীতায় অংশগ্রহনের জন্য কিছু গাইডলাইন রয়েছে|

১) লেখাটা হিন্দি বা ইংরিজি তে সাবমিট করতে হবে| যদি অন্য কোনো ভাষায় লেখা হয়, তবে তা হিন্দি বা ইংরিজিতে অনুবাদ করে দিতে হবে|

২) যে প্রজেক্ট এর প্রস্তাব করা হবে তা যেন একক বা দলগত প্রজেক্ট হয়| দলগত প্রজেক্ট-এর ক্ষেত্রে ৬ জনের বেশি লোক হওয়া চলবে না|

৩) যে ব্যক্তি আবেদন করছেন, তাঁর কোনো পরিচয় দেওয়া যাবেনা|

৪) যিনি আবেদন করছেন, তিনি উক্ত প্রকল্পের সঙ্গে যুক্ত হবেন কি না তা রেল সিদ্ধান্ত নেবে|

৫) প্রকল্পের প্যানেল এবং জুরিদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ধরা হবে|

৬) অসফল সাবমিশন কোনভাবেই এই প্রতিযোগিতার আওতাভুক্ত হবে না|

এটা শেয়ার করতে পারো

...

Loading...