আধার নম্বর দেওয়া আর নয় আবশ্যক

আমরা এতদিন ধরে শুনে আসছি আধার নম্বর আবশ্যক, সে ব্যাঙ্ক হোক কি মোবাইলের দোকান| এখন থেকে আর সেটা করতে হবে না| নতুন নিয়ম চালু| আধার কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে নতুন ‘আধার ভার্চুয়াল আইডি’-র মাধ্যমে শুধু একটি কোড শেয়ার করলেই হবে।আধারের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে এই ভার্চুয়াল আইডি নম্বর, কিন্তু মাত্র একবারই এটিএম নম্বরের মতো| এই কোড পাওয়া যাবে আধার ওয়েবসাইট থেকে| আধার কর্তৃপক্ষ-এর দাবি, এই পদ্ধতি গ্রাহকের আধার তথ্য সুরক্ষিত করার জন্যই চালু হচ্ছে| এখনও পর্যন্ত আধার কার্ড ইস্যু সংখ্যা প্রায় ১২১ কোটি|

সুত্র থেকে জানা গেছে, ব্যাঙ্ক থেকে শুরু করে যেসব কোম্পানি গ্রাহকদের আধার নম্বর ব্যবহার করে পরিষেবা দেয়— সব কোম্পানিকেই আগামী ৩১ অগাস্টের মধ্যে এই পদ্ধতিতে আধার তথ্য যাচাই করা শুরু করতে বলা হয়েছে।

এই প্রযুক্তিগত পরিবর্তনের সময়সীমা ছিল ৩০ জুন পর্যন্ত| এই পদ্ধতিতে যাচাই অনেক ব্যাঙ্কেই শুরু হয়েছে| যারা এই নতুন পদ্ধতিতে আধার তথ্য যাচাই করবে না তাদের , তাদের প্রতিটি লেনদেনের উপর জরিমানা দিতে হবে, এমনটি জানিয়েছে আধার কর্তৃপক্ষ|

এটা শেয়ার করতে পারো

...

Loading...