ফেসবুকের নতুন সমস্যা

কেমব্রিজ আনালিটিকার প্রাক্তন কর্মী ক্রিস্টোফার ওয়াইলি সম্প্রতি এক মার্কিন পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে জানিয়েছেন নিজের সংস্থার কাজের পদ্ধতি এবং তাতেই সারা দুনিয়া তোলপাড়| সাধারণ মানুষের নিত্যদিনের সুখ-দুঃখের সঙ্গী ফেসবুকে গেল গেল রব| বলা হচ্ছে এই পদ্ধতিতে আমেরিকার নির্বাচন থেকে ব্রেক্সিট সব প্রভাবিত হয়েছিল|ওয়াইলি জানিয়েছেন, সিইও আলেকজান্ডার নিক্সের নির্দেশে একটি app এর মাধ্যমে কেমব্রিজ আনালিটিকা ডেটা সংগ্রহের কাজ শুরু করে| যা জানতেন ট্রাম্পের তখনকার পরামর্শদাতা স্টিভ ব্যানন| কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের রুশ-মার্কিন মনোবিদ, আলেকজান্ডার কোগান ওই app(thisisyourdigitalapp) তৈরিতে সাহায্য করেছিলেন| কোগান, ফেসবুক ব্যবহারকারী হাজার জনের  ডেটা দিয়ে দেন|

     আবার এদিকে এই ঘটনায় ভারতীয় রাজনীতি সরগরম| কারন এ ওকে দোষারোপ করার মাঝেই ধরা পড়েছে ভারতের প্রায় সব দল-ই আনালিটিকার ভারতীয় শাখা ওভলানো বিজনেস ইন্তেলিজেন্স প্রাইভেট লিমিটেড-এর সাহায্য নিয়েছিল ২০১৪ সালের সাধারণ নির্বাচন এ| এ নিয়ে অবশ্য ফেসবুকের সিইও মার্ক জুকের্বার্গ সব দায় নিজের ঘাড়েই নিয়েছেন| পাশাপাশি তিনি আশ্বাস-ও দিয়েছেন, কোগানের ঘটনাটা ২০১৩ সালের| ঠিক তার পরের বছরেই ফেসবুকের গোটা প্ল্যাটফর্ম পাল্টে দেওয়া হয়েছে ফলে এখন আর সেরকমটা সম্ভব নয়| সামনে ভারত, ব্রাজিল, আমেরিকার নির্বাচনের সময় যাতে ফেসবুকের নিরাপত্তা জোরদার করা হয় সে ব্যাপারে তিনি নজর রাখবেন বলেছেন জুকার্বার্গ| তবে চাপের মুখে আনালিটিকার সিইও আলেকজান্ডার নিক্সকে তার পদ থেকে সরানো হয়েছে| কিন্তু ব্রায়ান আক্তন গত সোমবার `ডিলিটফেসবুক’ বলে যে ট্যুইট করেন, তাতেই ঝড় উঠেছে নেট দুনিয়ায়| এক ধাক্কায় শেয়ার বাজারে ১০শতাংশ দর পড়ে যায় ফেসবুকের|

   আমাদের ফেসবুক ব্যবহারের সময় একটু সাবধানতা অবলম্বন করলেই এই চুরির গল্প আটকানো যাবে বলে মনে হয়| যখন তখন যে কোনও গেম খেলা বা app ব্যবহার করা থেকে আমরা যদি বিরত থাকতে পারি তা হলেই আর আশংকা থাকেনা|

এটা শেয়ার করতে পারো

...

Loading...