একটি নতুন পার্ক তৈরী হতে চলেছে দিঘায়

রাজ্য সরকার দিঘায় তৈরী করতে চলেছে নতুন পার্ক ঢেউ সাগর দিঘায় সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তৈরী হচ্ছে নতুন জায়গা। সমুদ্রের ধারে এই প্রকল্প তৈরির জন্য নতুন জায়গা তৈরী হচ্ছে। যাত্রানালা পার্কে এবারে পাকাপাকিভাবে তৈরি হচ্ছে স্টেজ। গোটা ব্যাপারটির দায়িত্বে রয়েছে শংকরপুর উন্নয়ন পর্ষদ। এই কাজে সহায়তা করবে রাজ্য নগরোন্নয়ন দফতর।

                      বুধবার সন্ধ্যায় দিঘার শিল্প সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মেলনের শেষ দিনে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে থাকছে অ্যাপারেল হোলসেল হাব।বজবজের কাছে এই হাবে প্রায় ১৬০০০ লোক কাজ করতে পারবে। ১১ লাখ স্কোয়ার ফিট জায়গা জুড়ে এটি তৈরী হতে চলেছে। এছাড়াও তৈরী হতে চলেছে বেল এন্ড ব্রাশ মেটাল সেন্টার। গড়বেতায় গড়ে উঠবে স্টিল ফ্যাব্রিকেশন সেন্টার। ঝালদাতে তৈরী হবে কমন প্রোডাকশন সেন্টার। ভেদিয়াতে কাঁথা স্টিচ সেন্টার। নদিয়ার বীরনগরে মাটির কাজের জন্য আলাদা সেন্টার। শুশুনিয়া এলাকায় গড়ে উঠবে পাথরের কাজ করার জন্য সেন্টার। বোলপুরে গড়ে উঠবে বিশ্ব ক্ষুদ্র বাজার। শিলিগুড়িতে ছোট শিল্পের জন্য সেন্টার।

                       দিঘায় গড়ে উঠবে একটি অতিথিশালা। মৎস্য দফতরের এই নতুন অতিথিশালা শীঘ্রই চালু হয়ে যাবে। পর্যটকদের জন্য দিঘা আরও আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে বলে দাবি রাজ্য সরকারের। রাজ্যের মেরিন ড্রাইভ তৈরীর কাজ শেষ হয়ে যাবে আগামী বছরের এপ্রিল  মাসের মধ্যেই। আগামী দেড় বছরের মধ্যে অম্বুজা এবং হায়াৎ গোষ্ঠীর দুটি হোটেল তৈরী হয়ে যাবে। রাজ্য সরকার চাইছে এখানেই যাতে বিভিন্ন কর্পোরেট সংস্থা তাদের বৈঠক সারতে পারে।

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...