নয়া পেসার নাইটদের

৬টি ম্যাচে ২টি তে হার যার ফলে নেমে যেতে হয়েছে দুই নম্বর স্থানে। কাঁধের চোটের কারনে শুরুতেই আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেছিল দক্ষিণ আফ্রিকান পেসার অ্যানরিচ নর্টজে। চলতি  মরসুমে মাঝপথে তাই কেকেআরে নতুন পেসার। অস্ট্রেলিয়ার পেসার ম্যাথিউ কেলির ডাক পড়ল কেকেআর শিবিরে৷ অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে পার্থ স্কর্চার্সের হয়ে খেলেন ২৪ বছরের এই ডানহাতি পেসার৷ ডেথ ওভার বোলিংয়ে কৃপণতা বোলিং ও ইয়োর্কার করায় সুনাম রয়েছে তার৷ বিগ ব্যাশে কেলির দুরন্ত বোলিং দেখে নাইটদের সহকারী কোচ সাইমন ক্যাটিচের মনে ধরে তাকে৷ এরপরই কেকেআরের প্রধান কোচ জ্যাক কালিসের সঙ্গে পরামর্শ করে কেলিকে দলে নেওয়া নিয়ে আলোচনা করেন ক্যাটিচ৷ অজি তরুণ পেসারকে দলে নেওয়ায় এবার নাইটদের পেস ব্রিগেড আরও শক্তিশালী হবে বলে আশা করাই যায়৷ শাহরুখ খানেরের ফ্র্যাঞ্চাইজির পেস ব্রিগেডে এই মুহূর্তে রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা, লকি ফার্গুসন, এবার সঙ্গে পাবে এই  তরুণ পেসারকে৷ সব ধরনের টি-২০ প্রতিযোগিতা মিলিয়ে এখনও পর্যন্ত মোট ১২টি ম্যাচ খেলেছেন কেলি৷ যার মধ্যে প্রধান উল্লেখযোগ্য বিগ ব্যাশ লিগে পার্থ স্কর্চার্সের হয়ে শেষ মরশুমে ৭ ম্যাচ খেলে ১১টি উইকেট আছে তার। তাই অস্ট্রেলিয়ার এই তরুণ পেসারকে দলে নেওয়ায় এবার নাইটদের পেস ব্রিগেড আরও শক্তিশালী হবে বলে আশাবাদী অধিনায়ক সহ গোটা টিম ম্যানেজমেন্ট।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...