পুজো মানেই শপিং নতুন ফ্যাশান, প্যান্ডেল হপিং, আর সারা বছরই তারই প্রস্তুতিতে মগ্ন থাকেন বঙ্গবাসি। এই সময়টা শুধুই নতুনের আবাহন। এই নতুনের তালিকায় আরও একটি সংযোজন ঘটলে কেমন হয়! ধরুন কিশোর কুমারের গান শুনতে শুনতে আপনি রাস্তা হারিয়ে পৌঁছে গেলেন এক অদ্ভুত বাড়িতে। সেখানে গিয়ে দেখা মিলল এমন এক সন্ন্যাসী রাজার যে আদপে ভিলেন। বা হয়ত অদ্ভুতুড়ে কোনো রহস্যের উদঘাটন করতে যদি আপনি পৌঁছে যান এক সত্যান্বেষীর কাছে। সব মিলিয়ে এবার পুজোটা একেবারে হইচইতে কাটবে কিনা আপনার? ঠিক এমনটাই ঘটতে চলেছে। বিশ্বাস হল না! চলুন তবে দেখে নেওয়া যাক এবার পুজোয় রিলিজ করবে কোন ৬টি সিনেমা।
কিশোর কুমার জুনিয়ার
মুক্তি পেতে চলেছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত কিশোর কুমার জুনিয়ার। ছবিতে প্রসেনজিত চট্টোপাধ্যায়কে দেখা যাবে একদম অন্য লুকে। 22টি গানে ভরা এই মিউজিকাল মুভি যে বক্স অফিসে আলোড়ন তুলবেই তা বলা বাহুল্য।
এক যে ছিল রাজা
মুক্তি পেতে চলেছে সুজিত মুখার্জি পরিচালিত এক যে ছিল রাজা। ছবিতে যিশুকে দেখা যাবে এক চ্যালেঞ্জিং ভূমিকায়।
মনোজের অদ্ভুত বাড়ি
গত বছর পুজোর প্রজাপতি বিস্কুটের স্বাদ এখনও লেগে রযেছে দর্শকের মনে, এবার পুজোয় তাই অন্যরকম স্বাদের সন্ধান নিতে পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের হাত ধরে আসতে চলেছে মনোজের অদ্ভুত বাড়ি।
ব্যোমকেশ গোত্র
সব অপেক্ষার অবসান ঘটিয়ে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ‘রক্তের দাগ ’ গল্প অবলম্বনে আসতে চলেছে অরিন্দম শীল পরিচালিত নতুন ছবি ‘ব্যোমকেশ গোত্র’
ভিলেন
পুজোতে যারা একটু কমার্শিয়াল ছবি দেখতে পছন্দ করেন তাদের জন্য থাকবে বাবা যাদব পরিচালিত অ্যাকশান ও প্রেম সমৃদ্ধ ছবি ‘ভিলেন’।
হইচই
এবারের পুজোটা যাতে জমজমাট হয়ে ওঠে তার জন্য আসতে চলেছে অনিকেত পরিচালিত ও দেব প্রযোজিত কমেডি ছবি ‘হইচই আনলিমিটেড’।