একটি বিখ্যাত এফএমসিজির সংস্থা এবার বাজারে আনলো পাউচ দুধ ও দই। ‘আশির্বাদ স্বস্তি’ নাম এবার বাজারে মিলবে এই দুধ ও দই। কাস্টমারদের চাহিদার কথা মাথায় রেখে টেস্ট-আপ পদ্ধতিতে বানানো এই দুধ ও দই আনা হচ্ছে বাজারে। সংস্থার দাবি অন্য দুধের থেকে এই দুধ হবে বেশি ঘন ও সুস্বাদু। এই নতুন দুধের প্যাকেটটিতে থাকছে কলকাতার চিহ্ন স্বরূপ ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ এবং ট্রামের ছবি। দীর্ঘকাল কলকাতার সাথে যুক্ত থাকার দরুন কোলকাতা কে ট্রিবিউট জানিয়ে এই প্রোডাক্টটি আনেতে চলেছেন এই সংস্থা। ‘আশীর্বাদ স্বস্তি’-র দুধ ও দই নানা সাইজের প্যাকেটে পাওয়া যাচ্ছে। আশীর্বাদ স্বস্তির টোনড মিল্কের ৫০০ মিলির দাম ধার্য ২১ টাকা এবং ১ লিটারের দাম ৪১ টাকা ধার্য করা হয়েছে এবং আশীর্বাদ স্বস্তির ডাবল টোনড মিল্কের ৫০০মিলির দাম ১৮ টাকা ও ২৪০ মিলির দাম ধার্য করা হয়েছে ১০ টাকা।