টিভিতে অবসর সময়ে চিত্রনাট্য বা ধারাবাহিক দেখতে কার না ভালো লাগে? সেটা যদি পুরানের কিছু জানা-অজানা গল্পগুচ্ছ হয় তাহলে কথাই আলাদা| আট থেকে আশি সবার মন জয় করে নেয়| সে ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’ হোক কিংবা ‘কিরণমালা’, দর্শকদের কাছে সবাই প্রিয়| এবার তাহলে কার পালা? মহাদেব! হ্যাঁ, ঠিক ভাবছেন এই চিত্রনাট্যটি শিবের জীবন, সতীর সাথে সম্পর্ক, পার্বতীর সাথে সংসার-জীবন ও দুষ্টের দমন- এইসব নিয়েই আসছে চিত্রনাট্য, নাম ওম নমঃ শিবায়|
এই চিত্রনাট্যে শিবের ভূমিকায় আছেন গৌরব মন্ডল, সতীর চরিত্রে নেহা আমনদীপ এবং পার্বতীর চরিত্রে শ্রীপর্না রায়| চিত্রনাট্য সংক্রান্ত সমস্ত গান কম্পোস করেছেন জিৎ গঙ্গোপাধ্যায় ও গেয়েছেন নচিকেতা চক্রবর্তী| উন্নত প্রযুক্তির ব্যবহার ও চোখ ধাঁধানো সেট তৈরী ও সাথে পুরানবিদ অধ্যাপক নৃসিংহ প্রসাদ ভাদুড়ির মতামত থাকছে| সব মিলিয়ে সুরিন্দর ফিল্মস আনছে স্টার জলসায় এই পুরান কাহিনী| ১৮ই জুন থেকে ধারাবাহিকটি প্রতি সোম থেকে রবিবার সন্ধ্যে ৬টায় দেখা যাবে|