যাঁরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে ভালোবাসেন, তাঁদের জন্য সুখবর। কলকাতার রাস্তা সারাইয়ের জন্য আসছে উন্নতমানের মেশিন। শহরের সমস্ত রাস্তার যে খানা খন্দ রয়েছে, সেগুলি ভরাট করতে আসছে উন্নত প্রযুক্তির যন্ত্র। গর্ত মেরামতি, রাস্তার অহেতুক উঁচু অংশের সারাই এবং সম্পূর্ণ রাস্তা সারাইয়ের জন্য ডিসেম্বরের শুরুতেই নতুন মেশিন আসবে বলে জানিয়েছে কলকাতা কর্পোরেশন। সাতটা মেশিন ইতিমধ্যেই কেনা হয়ে গেছে বলে খবর। এর মধ্যে গর্ত সারাইয়ের মেশিনটি নতুন প্রযুক্তিতে তৈরী এবং এর মাধ্যমে কীভাবে ত্রুটিপূর্ণভাবে গর্ত সারাই করা যায়, তা পরীক্ষামূলকভাবে করে দেখবে কর্পোরেশন।
পুজোর পর যে বৃষ্টি হয়েছে, তার ফলে শহরের বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গর্ত হয়ে গেছে। এই সমস্ত গর্ত ভরাট করার জন্য দুটি পথল রিপেয়ারিং মেশিন শহরের রাস্তা মেরামত করবে। শহরের রাস্তার গুরুত্ব বুঝে এবং ট্রাফিকের ব্যবস্থা অনুযায়ী রাস্তা চিহ্নিত করা হবে মেরামতির জন্য যাতে সময়ের সদ্ব্যবহার করে দ্রুততার সঙ্গে মসৃণভাবে কাজ করা যায়- জানিয়েছেন কেএমসি-র এক আধিকারিক।
সিভিক ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে গর্ত ভরাট-এর মেশিনগুলি কেনা হয়েছে। তাঁরা মনে করছেন, শহরের ট্রাফিক সমস্যা না করেই অল্প সময়ের মধ্যে ওই মেশিন গর্ত সারাইয়ের কাজ করতে সমর্থ হবে। বর্তমানে বেশিরভাগ রাস্তাই ম্যাস্টিক আস্ফাল্ট-এর মাধ্যমে তৈরী হয়। এই রাস্তায় গাড়ি চলাচলের সময় বৃষ্টি পড়ে জল জমে গর্ত হয়ে যায় খুব তাড়াতাড়ি। সেই গর্তগুলি যদি সময়মতো বুজিয়ে না দেওয়া হয়, তাহলে দ্রুততার সঙ্গে সেগুলি ভয়াবহ আকার ধারণ করে এবং দুর্ঘটনার কারন হয়ে দাঁড়ায়। শ্রমিকেরা মেশিনের মত ত্রুটিপূর্ণভাবে কাজ করতে পারেনা বলাই বাহুল্য। তাই মেশিনের মাধ্যমে রাস্তার গর্ত সারাইয়ের কাজ যে ভালো হবে, সেটা আশা করা যায়।
দুটি মিলিং মেশিনও কেনা হয়েছে, যার মাধ্যমে রাস্তার উঁচু অংশ সমান করে দেওয়া যাবে। বেশিরভাগ সময় কর্মীরা তাড়াতাড়ি ডেডলাইনের মধ্যে কাজ শেষ করতে গিয়ে রাস্তায় উঁচু বাম্প তৈরী হয়ে যায়, যার ফলে গাড়ি চলাচলে অসুবিধার সৃষ্টি হয়। ওই মিলিং মেশিন অপ্রয়োজনীয় উঁচু অংশকে কেটে বাদ দিয়ে রাস্তা মসৃন করতে সাহায্য করবে।
একেবারে শেষে কাজ হবে গোটা রাস্তা সঠিকভাবে চলাচলের জন্য তৈরী করে তোলা। সেই কাজটি করবে শেষের প্যাভার মেশিন। পথল রিপেয়ার এবং মিলিং মেশিনের কাজ হয়ে গেলে ফিনিশিং টাচ দেবে এই প্যাভার মেশিন। এর মাধ্যমে রাস্তা একেবারে মসৃন হয়ে উঠবে। মেশিনগুলির মাধ্যমে যদি ভাবনা অনুযায়ী কাজ পাওয়া যায়, তাহলে আরও এই ধরণের মেশিন কেনার পরিকল্পনা করবে কর্পোরেশনের রোড ডিপার্টমেন্ট বলে জানান এক আধিকারিক।