হ্যাঁ, খেলা শুরু হতেই চলেছে। না না আমি game of thrones এর কথা বলছিনা। আমি বলছি আমাদের খুবই চেনা এক ওয়েব সিরিজ sacred games এর কথা। প্রথম সিজনে সব রহস্যের উৎঘাটন কিন্তু করা যায় নি। রয়ে গিয়েছে আমাদের মনে অনেক প্রশ্ন। আশা করা যায় সিজন ২ এ অনেক প্রশ্ন এর উত্তর পাওয়া যাবে।
দ্বিতীয় সিজন শুরু হওয়ার আগে তারা রিলিজ করলো সিরিজটির ফার্স্ট লুক।
ইনসান ইয়া ভগবান ?
sacred games এর প্রথম সিজন আমাদের মনে এতটাই জায়গা করে নিয়েছিল যে সংলাপ গুলো পর্যন্ত আমাদের মুখে মুখে ঘুরেছে। বিদেশি TV সিরিজগুলো এবং ওয়েব সিরিজগুলো যখন ইন্টারনেটে ঝড় তুলছে, তখনই আবার নিজস্ব রূপে ফিরে আসল আমাদের ভারতীয় এই ওয়েব সিরিজটি। প্রথম সিজনে চমক ছিল সেফ আলী খানের অভিনয়, যেহেতু তাকে আমরা সচরাচর এই ধরণের চরিত্রে দেখতে পাই না, সেহেতু তার অভিনয় আমাদের কপালেও ঘাম ছুটিয়েছিল। তবে আবার টান টান উত্তেজনা অনুভব করার জন্য তৈরী দর্শক।
যযাতি
sacred games এর বিশেষ দিক হলো এর প্রত্যেকটা এপিসোডের নাম পুরানের বিভিন্ন চরিত্রের নামে দেওয়া এবং তার যথেষ্ট কারণও আছে। পুরো কাহিনীর মধ্যেই পুরানের বিভিন্ন কাহিনী সমান্তরালভাবে এগিয়েছে। প্রত্যেকটি পর্বের সাথে পৌরাণিক চরিত্রের নাম ও তাদের কাহিনীর সাথে সিরিজের কাহিনীও সমানভাবে চলেছে। প্রথম সিজনের শেষ পর্বের নাম ছিল "যযাতি"| এটিও এক পৌরাণিক চরিত্র
তিসরা বাপ্
মুম্বাই গ্যাংস্টার সম্রাজ্যের মাথা গণেশ গায়তোন্ডে সিরিজটির কথক, কাহিনীর একটা বিশেষ চরিত্রের নাম সে বার বার উল্লেখ করেছে সে হলো তার "তিসরা বাপ্'। পঙ্কজ ত্রিপাঠিকে দেখা যাবে সেই ভূমিকায়। পঙ্কজ ত্রিপাঠি ইতিমধ্যেই ওয়েব সিরিজের দুনিয়ায় চেনা মুখ হয়ে দাঁড়িয়েছে, বিভিন্ন সিরিজে তার অনবদ্য অভিনয় দর্শকের মন কেড়ে নিয়েছে।
নতুন রূপে "sacred' পর্ব
নতুন ভাবে দেখা যাবে অনেক অভিনেতা অভিনেত্রীকে। কালকি কোচলিন যে তার অনন্য অভিনয়ে আমাদের সবসময় চমকে দিয়েছে, তাকেও দ্বিতীয় সিরিজে দেখা যাবে, দেখা যাবে নতুনভাবে রনভির শোরে শাহিদ খানের চরিত্রে।
নতুন ভাবে, নতুন রূপে অনুরাগ কাশ্যপের নির্দেশনায় আসবে sacred games এর দ্বিতীয় ভাগ। আপাতত অপেক্ষায় থাকুক ইন্ডিয়ান ওয়েব সিরিজ ভক্তরা। অপেক্ষায় থাকবো দেখার কিছু অনবদ্য অভিনয় ও কাজ।