টালা ব্রিজ বন্ধ হয়ে যাওয়ায় যান চলাচলে যথেষ্ট অসুবিধের সৃষ্টি হয়েছে। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি রুটের বাস। নিত্যযাত্রীদের যথেষ্ট হয়রানির মুখে পড়তে হচ্ছে রোজ। এই সমস্যার কথা মাথায় রেখেই রাজ্য সরকার এবার জলপথকেই ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে।
বরাহনগরের কুটি ঘাট থেকে মিলেনিয়াম পার্ক পর্যন্ত লঞ্চ সার্ভিস আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে এই রুটে দু'টি লঞ্চ চলে। আরও দশটি লঞ্চ চালানোর পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। উক্ত লঞ্চগুলি প্রতি দশ মিনিট অন্তর পরিষেবা দেবে। এই পরিষেবা পাওয়া যাবে সন্ধ্যে ৮টা পর্যন্ত। এই কারনে কুটি ঘাটের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হচ্ছে। সোমবার নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে যাচ্ছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তরের এই বেহাল জনপরিবহনকে সামাল দিতে শুক্রবার পরিবহনমন্ত্রী প্রশাসনিক বৈঠক করেন। ডানলপ থেকে হাওড়া পর্যন্ত আসার জন্য টালা ব্রিজের বিকল্প পথের নির্দিষ্ট রোড ম্যাপ তৈরী করে শহরের বিভিন্ন এলাকায় হোর্ডিং দিয়ে প্রচার করা হবে। বেসরকারি বাসের পথ বদলের জন্য অস্থায়ী রুট পারমিট দেওয়া হবে। উত্তরের যাত্রীদের সুবিধা দেওয়ার জন্য বিভিন্ন পথ বদল করে জলপথ পরিবহনকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়। আগামী সোমবার পরিবহনমন্ত্রী এই রূপরেখা নিয়ে উত্তরের বিভিন্ন বাসরুটের মালিক প্রতিনিধি, অটো, ট্যাক্সি, অ্যাপ ক্যাবের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন। পরিবহনমন্ত্রী জানান, শুধুমাত্র লঞ্চ পরিষেবা ছাড়াও এই অঞ্চলের যাত্রীদের জন্য ডানলপ এবং শ্যামবাজারের মধ্যে ২০টি অটো রুটকে চিহ্নিত করা হয়েছে। সেই রুটে ১০০টি অতিরিক্ত অটো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রুটের বিভিন্ন সরকারি ও বেসরকারি বাসের যাত্রা পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই ঘুর পথে যাতায়াত করলেও বাস, অটো যাতে কোনোভাবেই বেশি ভাড়া না নেয় সে ব্যাপারে সুনিশ্চিত করা হয়েছে। নজরদারি চালাতে মোটর ভেহিকলস ইন্সপেক্টরের ১০ সদস্যের একটি দল টহল দেবে। তাদের নেতৃত্বে থাকবেন ডেপুটি ডিরেক্টর পদমর্যাদার আধিকারিক। নজরদারি চালানোর জন্য সিসিটিভিও বসানো হচ্ছে।
এছাড়াও মেট্রো কর্তৃপক্ষ অতিরিক্ত চারটি রেক ইতিমধ্যেই চালানো শুরু করেছে। আরো ছ'টি রেক নামানো হবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সার্কুলার রেল কর্তৃপক্ষও ট্রেনের সংখ্যা বাড়ানোর আশ্বাস দিয়েছে। বেলগাছিয়া ব্রিজ বা দমদম রোডকে ব্যবহার করা হবে টালা ব্রিজের বিকল্প পথ হিসেবে। ওই এলাকার সরকারী রুটের বাসের সংখ্যা ২৮ থেকে বাড়িয়ে ৫০ করা হচ্ছে। এছাড়াও ১০০টি শাটল বাস পরিষেবা চালু করা হবে ১ নভেম্বর থেকে।