পার্ট টাইম শিক্ষকদের কাজের নিশ্চয়তা এবং অগ্রগতি সম্পর্কে আশার কথা শোনালেন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল এলিজিবল কলেজ এন্ড ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন-এর সাথে বৈঠকে অংশ গ্রহণ করেন শিক্ষা মন্ত্রী।এই সভাতেই তিনি আংশিক সময়ের শিকক্ষকদের উদ্দেশ্যে সুখবর জানিয়েছেন।
বিভিন্ন কলেজে গুনগত শিক্ষা প্রদানে এবং আগামীতে শিক্ষকতা পেশায় যুক্ত হতে চায় এমন কারণে কলেজ গুলিতে শিক্ষকতা করছেন পার্ট টাইম শিক্ষকেরা। কিন্তু অনেক দিন ধরেই এই শিক্ষকদের দাবি ছিল ইউজিসি নির্দেশিত যোগ্যতা এবং নেট- সেট উত্তীর্ন হয়েও পাবলিক সার্ভিস কমিশন বা কলেজ সার্ভিস কমিশনের আওতায় তারা চাকুরীক্ষেত্রে কোন অতিরিক্ত সুযোগ সুবিধা পাচ্ছেননা। এক্ষত্রে পার্ট টাইম শিক্ষকেরা বিশেষত জানিয়ে এসেছেন, তাদের স্থায়ীকরণ বা সহযোগী অধ্যাপক হিসেবে নেবার ব্যবস্থা নিয়ে। তারা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে পার্ট টাইম শিক্ষকতা করে যোগ্যতা থাকা সত্বেও তাদের স্থায়ীকরণ বা সহযোগী অধ্যাপক হবার কোন সুযোগ নেই। এই বিষয়ে শিক্ষামন্ত্রী বৈঠকে পার্ট টাইম শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন সুযোগ সুবিধা অনুযায়ী যোগ্যতা বিচার করে সরকার শিক্ষকদের নিয়োগ ও স্থায়ীকরনের সিদ্ধান্ত নিয়েছে।
সভায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আরো জানিয়েছেন, পার্ট টাইম শিক্ষকদের বিষয়ে কলেজ সার্ভিস কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশনের সাথে তিনি কথা বলবেন। সভা শেষে মন্ত্রীর কথায় আশার আলো দেখছেন পার্ট টাইম শিক্ষকেরা। যদি সত্যিই এমনটা করা যায়, তাহলে প্রচুর পার্ট টাইম টিচার ভবিষ্যতে স্বপ্ন দেখতে পারবেন, নিজেদের কেরিয়ারের জলাঞ্জলি ভাবতে হবে না| পাশাপাশি এমন প্রচুর বেকার শিক্ষিত যুবক-যুবতী এই কাজ করতে এগিয়ে আসবেন নিরাশ হতে নয়, উজ্জ্বল ভবিষ্যত গড়ার আশা নিয়ে|