কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের নতুন উদ্যোগ

রেশন বন্টনে নতুন ভাবে উদ্যোগ নিল কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয়। সিনিয়র সিটিজেন এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য যারা রেশন নিতে যাবার মত সমর্থ নয় তাদের কাছে রেশন পৌঁছে দেবার নির্দেশ দিল কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক। রাজ্য সরকারগুলিকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক। সম্প্রতি  খাদ্য মন্ত্রকের গণবন্টন ব্যবস্থার দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টর পি কে গুপ্তা সকল রাজ্যেই এ বিষয়ে লিখিত নির্দেশপত্র পাঠিয়েছেন। 

রেশন দোকান বা স্থানে না পৌঁছতে পারা গ্রাহকদের জন্য দুইটি প্রস্তাব রাখে কেন্দ্রীয় সরকার। এই দুটি প্রস্তাবের যে কোন একটি রাজ্য সরকার গ্রহণ করতে পারে  বলে জানিয়েছেন কেন্দ্রীয় সরকার। এই প্রস্তাবের আওতায় ৬৫ বছরের উর্দ্ধ সিনিয়র সিটিজেন এবং বিশেষ ভাবে সক্ষমদের নিয়ে আসা হবে। একই সাথে বিবেচনা করা হবে রেশন গ্রহণকারীর পরিবারে কোন ১৬ থেকে ৬৫ বছর বয়সী রেশন গ্রাহক নেই, এমন পরিবারকে। উক্ত কারণে রেশন দোকানে উপস্থিত না হতে পারার কারণ বিবেচনা করে পৌঁছে দেওয়া হবে রেশনের জিনিস। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের চিঠিতে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রেশন গ্রাহকের জন্য বরাদ্দ খাদ্য সামগ্রী পাঠানো যেতে পারে যেমনটা ইতিমধ্যেই শুরু করেছে ওড়িশা সরকার। রেশনের খাদ্য সামগ্রী পৌঁছে দেবার ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রক থেকে আরো নির্দেশ দেওয়া হয়, খাদ্য পৌঁছে দেওয়া মানে কোন ভাবেই গ্রাহকের ওপর যেন আর্থিক ভাবে অতিরিক্ত চাপ না দেওয়া হয় তা খেয়াল রাখতে হবে। 

কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের দ্বিতীয় প্রস্তাবে রয়েছে রেশন গ্রাহকের মনোনীত কোন ব্যক্তির মাধ্যমেও রেশন পৌঁছে দেওয়া যাবে। এ ক্ষত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। রেশন গ্রাহককে মনোনীত ব্যক্তির নাম জানতে হবে। মনোনীত ব্যক্তির আধার নাম্বার জানতে হবে। ব্যক্তি মনোনয়নের ক্ষেত্রে উক্ত ব্যাক্তিকে অবশ্যই একই রেশন দোকানের জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের গ্রাহক থাকতে হবে। এই সব চিহ্নিতকরণ প্রক্রিয়া মেনে মনোনীত ব্যক্তির হাতে অসমর্থ রেশন গ্রাহকের রেশন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে। মনোনীত রেশন গ্রাহক হিসেবে কোন রকম রেশন ডিলার বা আত্মীয়স্বজনকে নির্বাচিত করা যাবে না। এই প্রক্রিয়ায় জড়িত থাকবে  ভিজিল্যান্স কমিটিগুলি। রেশনের সুবিধা প্রাপকদের হাতে রেশন খাদ্য সামগ্রী তুলে দেওয়াই জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের উদ্দেশ্য বলে জানিয়েছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক।

 

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...