এ রাজ্যের শিল্পক্ষেত্রে এক খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ১লা আগস্ট 'সবুজ বাঁচাও, সবুজ জাগাও, সবুজের মাঝে পরিবেশ বাঁচাও' শীর্ষক এক অনুষ্ঠানে পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। তারপর পরিবেশ বাঁচাও নিয়ে এক অনুষ্ঠানে নজরুল মঞ্চে বক্তব্য রাখেন তিনি। গাছ লাগানোর উপকারিতা ছাড়াও কিভাবে সমাজের বিভিন্ন স্তরে গাছ লাগানো যেতে পারে, তা নিয়ে মুখ্যমন্ত্রী আলোচনা করেন এই দিন ওই অনুষ্ঠানে।
আলোচনার একেবারে শেষ পর্বে তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য একটি খুশির খবর শোনালেন| কলকাতায় ৫০ একর জমিতে তথ্য প্রযুক্তি হাব গড়ে উঠবে আজিম প্রেমজি-র সংস্থা উইপ্রো'র তরফে। পাশাপাশি বাংলায় একটি ই-কমার্স কেন্দ্র তৈরী করবে তথ্য প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট। এই ই-কমার্সের জন্য উপকৃত হতে পারেন বিপুল সংখ্যক তাঁতি। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি বানতলাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ১১টি নতুন প্রজেক্টের জন্য জমির কাগজ শিল্প সংস্থার হাতে তুলে দেন। তিনি সেদিন জানিয়েছিলেন, যাঁদের হাতে ওই জমির কাগজ দেওয়া হল, তাদের মধ্যে যেমন আমাদের রাজ্যের লোক রয়েছেন, তেমনি কানপুরের অনেকেও রয়েছেন। তাঁরা এই রাজ্যে লগ্নি করার জন্য যেহেতু উৎসাহ দেখিয়েছিলেন, তাই তাঁদের জমি দেওয়া হয়েছে। এ ছাড়া ১৮৭টি নতুন ট্যানারির জন্যও জমি বরাদ্দ করা হয়েছিল সেদিন। বানতলায় ৮টি লেদার গুডস পার্ক-এর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও মাইক্রো ট্রেনার্স হাব এবং চর্ম শিল্পে ট্রেনিং সেন্টারেরও উদ্বোধন করেছেন তিনি। সেদিন তিনি জানিয়েছিলেন বানতলায় ৮০ হাজার কোটি টাকার লগ্নি হবে এবং প্রায় ৫ লক্ষ বেকারের কর্মসংস্থান তৈরী হবে।
গতকালের সভাতে তিনি বলেন, নতুন এই দুই সংস্থা লগ্নি করলে তন্তুবায় শিল্পের সঙ্গে জড়িত প্রায় ৬ লক্ষ মানুষের উপকার হবে। তাঁতিদের আয় ২৫% বাড়বে বলে আশা করা হচ্ছে।
নজরুল মঞ্চে 'সবুজ বাঁচাও সবুজ জাগাও, সবুজের মাঝে পরিবেশ বাঁচাও' অনুষ্ঠান | 'Save Green, Stay Clean' programme at Nazrul Mancha https://t.co/j3ke1NTpBQ
— Mamata Banerjee (@MamataOfficial) August 1, 2019