ক্রিকেটের নয়া ইতিহাস গড়ল বাংলাদেশের মহিলা ক্রিকেট বাহিনী। বুধবার এশিয়া কাপ টি-২০ তে ভারতকে হারালেন তারা। ক্রিকেটের যে কোনো ফরম্যাটে বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত থাকার যে রেকর্ড ছিল ভারতীয় মহিলা ক্রিকেটারদের তা আজ চুর্ণ হল। বালাদেশের কাছে ৭ উইকেটে হারল মিথালি রাজ অ্যান্ড কো। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ম্যাচের প্রথম দিকে স্মৃতি মানধানা ও মিথালি রাজের উইকেট পড়ে যাওয়ায় চাঁপে পড়ে যায় ভারত। পুজা ভাস্ত্রাকর ও হরমানপ্রিত কৌর মিডিল অর্ডারে কিছুটা সামাল দেয়। তবে তাঁদের উইকেট হারানোর পর আর কেউ ম্যাচে টিকতে পারে নি। একসময় পুজা আর কৌরের ব্যাটিংয়ের জেরে প্রজেকটেড স্কোর ছিল ১৭৫, তা শেষ হয়ে যায় ১৪১ রানে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়লেও রুমনা আহমেদ ও ফার্গানা হকের ৯৩ রানের পার্টনারশিপের জেরে জয় পায় বাংলাদেশ।