রাজ্যে এলো নতুন অতিথি 'মিশমি টাকিন'। ভিন দেশের জাতীয় পশু এসে পড়লো বাংলায়। জার্মানির বার্লিনের টিয়ারপার্ক চিড়িয়াখানা থেকে ৫টি টাকিন আনা হলো দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালায়া জুলজিক্যাল পার্কের জন্য। বনদফতর থেকে জানা গিয়েছে, এখান থেকে দুটি রেড পান্ডা পাঠানো হবে বার্লিনে। মিশমি টাকিন হলো ভুটানের জাতীয় পশু। বিশাল আকৃতি বিশিষ্ট প্রাণীটিকে ভুটান, চীন, ভারত ও মায়ানমারের পাহাড়ি জঙ্গলগুলিতে পাওয়া যায়। এই বিশাল আকৃতি বিশিষ্ট প্রাণীটিকে আনার বিষয়ে স্টেট জু অথরিটি জানায় যে দার্জিলিং-এর চিড়িয়াখানায় প্রাণীটিকে আনার জন্য অনেক দিন ধরে চেষ্টা করা হচ্ছিল। যার জন্য বার্লিনের চিড়িয়াখানার সঙ্গে চুক্তি করা হয়। অবশেষে চুক্তি স্বাক্ষরিত হলে এগুলি রাজ্যে আসে। জানা গিয়েছে, দার্জিলিং পৌঁছালে এগুলিকে আলাদা করে রাখা হবে। কারন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এটি করা হবে। তবে যে তাকিন গুলি আনা হয়েছে সে গুলির মধ্যে দুটি মহিলা ও তিনটি পুরুষ তাকিন রয়েছে। এই প্রথম ভারতে কোন চিড়িয়াখানায় টাকিন আনা হয়েছে। তবে কবে থেকে দর্শকদের সামনে এদের প্রদর্শন করা হবে সেই বিষয়ে এখনই কিছু ঠিক করা হয়নি।