New Rules By Govt.: আধার কার্ড থেকে ড্রাইভিং লাইসেন্স, পরিবর্তন হচ্ছে নিয়ম! জানুন বিশদে

আর তো মাত্র ২দিন বাকি। তারপরেই শুরু হবে নতুন মাস। আগামী শনিবার অর্থাৎ শুরু হচ্ছে জুন মাস। পয়লা জুন। এদিন থেকেই ভারতে বদলে যাচ্ছে অনেক নিয়ম। আধার কার্ড থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স সহ বহু ক্ষেত্রেই পরিবর্তন হবে নিয়ম।

কিন্তু আপনি কী জানেন কী কী পরিবর্তন হতে চলেছে এই পরিচয় প্রমাণ কার্ডগুলোতে। চলুন আজ জেনে নেওয়া যাক সেই সমস্ত পরিবর্তনগুলি —

প্রথমেই জানা যাক আধার কার্ডে কী পরিবর্তন হতে চলেছে।

আপনি কি নিজের আধার কার্ড আপডেট করতে চান? তাহলে ১৮ জুনের মধ্যে অনায়াসেই করতে পারবেন। তবে অফলাইন এবং অনলাইন, দুই মোডেই করা যাবে। আপনি অনলাইনে করলে ‘মাইআধারপোর্টাল’-এ গিয়ে এই আপডেট করে নেবেন।  কিন্তু অফলাইন করতে চাইলে প্রতি আপডেটে খরচ পড়বে ৫০ টাকা। মনে রাখবেন এই আপডেট করা যাবে ১৪ জুন পর্যন্তই।

নিজের আধার কার্ড আপডেট করতে চান? ১৪ জুনের মধ্যে তা অনায়াসেই করতে পারবেন। অনলাইনে আধার কার্ড (Aadhar) আপডেট করে। কিন্তু অফলাইনে করতে হবে প্রতি আপডেট ৫০ টাকা খরচ পড়বে। কিন্তু মনে রাখবেন ‘মাইআধারপোর্টাল’-এ এই আপডেট করা যাবে ১৪ জুন পর্যন্তই।

এরপর জেনে নিন ড্রাইভিং লাইসেন্সের পরিবর্তন।

সম্প্রতি এই বিষয়ে সড়ক পরিবহণ মন্ত্রক জানিয়েছেন যে ২০২৪ সালের পয়লা জুন থেকে ড্রাইভিং লাইসেন্সের ওপর নতুন নিয়ম চালু হচ্ছে। নতুন নিয়মে কী রয়েছে? নিয়ম অনুযায়ী জানা গিয়েছে এবার থেকে সরকারি আরটিও ছাড়াই বেসরকারি ড্রাইভিং ট্রেনিং সেন্টারেও ড্রাইভিং টেস্ট দেওয়া যাবে। ফলে, সেখান থেকেই লাইসেন্সের জন্য প্রয়োজনীয় সমস্ত শংসাপত্র দেওয়া হবে। শুধু এই দিকে নয়, এই নতুন নিয়মে নজর রাখা হয়েছে দূষণরোধের দিকেও। এবার কড়া হচ্ছে প্রশাসন। জানা গিয়েছে প্রায় ৯ লক্ষ পুরনো সরকারি যানবাহনকে বন্ধ রেখে এবং গাড়ি থেকে নির্গত গ্যাসের ফলে সৃষ্ট দূষণকে রোধ করছে তাঁরা। এছাড়া কোনও নাবালক যদি গাড়ি চালায় তাহলে এবার থেকে ২৫ হাজার টাকা জরিমানা দিতে হবে তাকে। বাতিল হবে গাড়ির মালিকের রেজিস্ট্রেশন এবং তার সঙ্গে সেই নাবালক ২৫ বছর না হওয়া পর্যন্ত কোনও গাড়িই চালাতে পারবেন না।

এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রেও এসেছে পরিবর্তন।

প্রতি মাসের প্রথম দিন আসা মানেই এলপিজি সিলিন্ডারের মূল্য পুনর্বিবেচনা করা হয় এবং এরপর নতুন মূল্য নির্ধারিত হয়। চলতি মাস, অর্থাৎ মে মাসে বাণিজ্যিক গ্যাসের দাম কমেছিল। অনেকেই মনে করছেন আগামী মাসে সেই দাম আরও কমতে পারে। অন্যদিকে, ঠিক এইভাবেই পেট্রোল এবং ডিজেলের দাম পরিবর্তন হতে পারে বলে জানা গিয়েছে।

তালিকা থেকে বাদ যায়নি ব্যাঙ্ক।

তাদের ছুটিতেও পরিবর্তন রয়েছে আগামী মাসে। জানা গিয়েছে যে আগামী মাস অর্থাৎ পয়লা জুন থেকে গোটা দেশে মোট ১২ দিন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যেই রয়েছে আঞ্চলিক ছুটি, ৫টি রবিবার এবং ২টি শনিবার। ফলে, আগামী মাসে আপনি যদি ব্যাঙ্কে যান। আহে অবশ্যই একটু খোঁজখবর নিয়ে নেবেন ভালো করে, আর তারপরেই যাবেন ব্যাঙ্ক।

এটা শেয়ার করতে পারো

...

Loading...