বজবজ-মহেশতলায় নয়া উড়ালপুল

তারাতলার জিঞ্জিরাবাজার থেকে বাটা মোড়ে এবার থেকে পৌঁছনো যাবে মাত্র দশ মিনিটের মধ্যে। আজকেই এই উড়ালপুলের উদ্বোধন হল। 'সম্প্রীতি উড়ালপুল' উদ্বোধন হয়ে যাওয়ায় আসন্ন গঙ্গাসাগরের উদ্দেশ্যে আসা ভক্তদেরও সুবিধা হবে। ডায়মন্ডহারবার রোড থেকে তারাতলা হয়ে বাটা, বজবজ যাওয়া ছিল সকলের কাছেই আতঙ্কের একটি বিষয়। রাস্তার অবস্থা ছিল খুব খারাপ। সেই অসুবিধে থেকে এখন কিছুটা হলেও মানুষ উপকৃত হবেনকামালগাজি থেকে গোবিন্দপুর পর্যন্ত ইএম বাইপাসের সম্প্রসারণে আমূল বদলে গেছে কামালগাজি, নরেন্দ্রপুর, রাজপুর, বারুইপুরের মতো এলাকা। এই উড়ালপুল চালু হবার পরও বজবজ, বাটা, মহেশতলা, পূজালির মতো পুর শহর বদলে যাবে বলে মত বিশেষজ্ঞদের। এই এলাকার প্রায় দশ লক্ষ মানুষ উপকৃত হবেন।

       বজবজ ট্রাঙ্ক রোডে যানবাহনের চাপ কমবে। এছাড়া তারাতলা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, বজবজে সিইএসসি-র তাপবিদ্যুৎকেন্দ্র, রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম সংস্থার ডিপোরও সুবিধা হবে। এই উড়ালপুল ব্যবহার করে বাটা, পূজালি, মহেশতলা, সাতগাছিয়া, বিষ্ণুপুরে অনেক কম সময়ে পৌঁছনো যাবে। যত দিন যাবে, যানবাহনের চাপ বাড়বে এই উড়ালপুলএ-এমনটাই মনে করা হচ্ছে। ডায়মন্ডহারবার রোড থেকে তারাতলা রোড হয়েই এখন যাতায়াত করে যানবাহন। নতুন উড়ালপুলে ট্র্যাফিক ম্যানেজমেন্টের নিখুঁত পরিকল্পনা করা সম্ভব হলে মোমিনপুর, খিদিরপুর, অলিপুর এবং বেহালার বাসিন্দারাও পরোক্ষে উপকৃত হবেন এটা বলাই যায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...