হোয়াটসঅ্যাপে নতুন ফীচার

হোয়াটসঅ্যাপ’ আমাদের জীবনের একটি অত্যাবশ্যক মেসেজিং অ্যাপ হয়ে দাঁড়িয়েছে। ভারতে এর ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২০০ মিলিয়ন| সূত্রের খবর, চলতি সপ্তাহের মাঝামাঝি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে ব্যবহারকারীকে কোন গ্রুপে যুক্ত করা হবে এবং কারা যুক্ত করবে তার পুরোপুরি ব্যবহারকারীর আওতায় থাকবে|

হ্যাঁ, ঠিক শুনেছেন| হোয়াটসঅ্যাপের নতুন এই ব্যবস্থাটি খুব তাড়াতাড়ি আসতে চলেছে|

সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়ার আগে অবধি এটি আমাদের সাথে যুক্ত থাকে| অনেকে তো রাতের ঘুম কম ঘুমিয়ে হোয়াটসঅ্যাপ করতে রাজি থাকে| কারণ এটি নিমেষের মধ্যে আমদের সঙ্গে আমাদের পরিচিত প্রিয় মানুষদের যোগাযোগ সাধন করে|

কিন্তু হোয়াটসঅ্যাপের এত ভালো গুণাবলী থাকা সত্বেও কিছু নেগেটিভ দিক আছে| হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে শোনা যায় তাদের মোবাইল ফোন স্লো হয়ে গেছে, এর কারণ হিসেবে অনেকেই মনে করেন হোয়াটসঅ্যাপে আসা অহেতুক মেসেজের ভিড়- বিশেষত হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আসা মেসেজ|

এবার থেকে হোয়াটসঅ্যাপ আমাদের মোবাইল হ্যাং করার হাত থেকে দেবে মুক্তি| আমাদের হোয়াটসঅ্যাপে এমন অনেক গ্রুপ থাকে যেখানে আমরা নিজের ইচ্ছায় প্রবেশ করি না, বা অনেক এমন কিছু লোক আমাদের হোয়াটসঅ্যাপ লিস্টে থাকে যাদের সাথে আমরা কোনো গ্রুপে প্রবেশ করতে নারাজ| এই সমস্যার অবসান ঘটবে|

শুরুতে যদিও এটি একটি মেসেজিং অ্যাপ ছিল, পরে এটি আপডেটেড হয়ে ভয়েস কল ও ভিডিও কলের অপশন দিয়েছে| এছাড়াও আছে স্টেটাস দেওয়ার অপশন|

শুধু তাই নয় হোয়াটসঅ্যাপ আমাদের প্রোফাইল ছবি, শেষ অনলাইন হওয়ার সময়, এমনকি আমাদের স্টেটাস ব্যক্তিগত রাখতে সক্ষম ছিলই এতদিন| আর কোনও গ্ৰুপের থেকে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল: ‘এক্সিট’ অপশন দিয়ে|

সূত্রের মতে, এখন থেকে হোয়াটসঅ্যাপের গ্রুপ সেকশনে থাকবে ৩টি অপশন; ‘নোবডি’, ‘মাই-কন্টাক্টস’, ‘এভরি-ওয়ান’|  অর্থাৎ এখন হোয়াটসঅ্যাপে আমরা কোনও গ্রুপ-এ প্রবেশ করবো কি করবো না তার নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকবে|

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...