ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, বিশ্বের প্রথিতযশা বিজ্ঞানীদের নিজের দেশে আনার জন্য নতুন ফাস্ট ট্র্যাক ভিসা প্রবর্তন করলেন। এর মধ্যে দিয়ে সারা দুনিয়ার সেরা বিজ্ঞানের সম্ভার নিয়ে সুপারপাওয়ার দেশ হিসেবে গড়ে তুলতে চান তিনি ব্রিটেনকে।
জনসন গ্লোবাল ট্যালেন্ট রুট প্রোগ্রাম-এর জন্য ৩০০ মিলিয়ন পাউন্ড প্রদান করার অঙ্গীকার করেছেন। এই অর্থ উন্নততর গণিতে গবেষণার কাজে লাগানো হবে। মনে করা হচ্ছে এই অর্থ, সেই সব গবেষকদের কাজে লাগবে, যাঁরা গবেষণার জন্য আর্থিক সহযোগিতা পাননা এবং পাশাপাশি সেই সমস্ত ছাত্রদের সাহায্য করবে, যাঁরা গণিতের অগণ্য ক্ষেত্রকেও গুরুত্ব দেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল সুনিশ্চিত এয়ার ট্রাভেল, স্মার্ট ফোন টেকনোলোজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি।
এই নতুন ভিসা আইনের মাধ্যমে কতজন ব্রিটেনে আসতে পারবেন, তা নিয়ে কোনও রকম সংশয় দেখা দেবে না। এটি শুরু হচ্ছে আগামী মাস থেকে। উল্লেখ্য, বিজ্ঞানের আবিষ্কারের ক্ষেত্রে ব্রিটেনের বরাবর সুনাম রয়েছে। জনসন জানান, এই ধারা বজায় রাখতে এবং ভবিষ্যতে নতুন চ্যালেঞ্জের সামনাসামনি হতে প্রয়োজন ক্রমাগত অর্থের বিনিয়োগ। তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার মুহূর্তে এটা জানানো প্রয়োজন, ব্রিটেন বিশ্বের উন্নত মেধাদের জন্য সব সময় উন্মুক্ত এবং তাঁদের স্বপ্ন বাস্তবায়িত করার যথাসাধ্য চেষ্টা করবে।
ব্রেক্সিটের ফলে স্বাভাবিক নিয়মে ইউরোপীয় ইউনিয়নের নাগরিকেরা ব্ৰিটেনে বসবাস করা এবং কাজ করার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তার ফলে ব্রিটেন বৃহত্তর অভিবাসন সমস্যার মধ্যে পড়েছে। সেই কারণেই ব্রিটেনের প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।