অপরাধীদের ধরতে এলো নতুন 'ফেসিয়াল রিকগনিশন সিস্টেম'

আমার -আপনার সঙ্গে সঙ্গেই হয়ত ঘুরে বেড়াচ্ছে কোনও দাগি আসামি, কিন্তু তাকে ধরা যাচ্ছেনা। কারণ অপরাধীরা তো কখনওই সাধারণভাবে জনসমক্ষে ঘুরে বেড়াবেনা। কিছু না কিছু মুখোশের সাহায্য তারা নেবেই। তাই তাদের সাধারণ মানুষরা তো বটেই এমন কি বাঘা বাঘা পুলিশ তথা গোয়েন্দারাও বাগে আনতে পারেননা। এবারে এই ধরনের অপরাধীদের ধরার জন্য অভিনব উপায় অবলম্বন করা হবে।

                   শহরের ভিড়ের মধ্যে মিশে থাকা আসামিদের ধরার জন্য পুলিশ সাহায্য নিচ্ছে আধুনিক প্রযুক্তির। নতুন পদ্ধতি অনুযায়ী ‘ফেসিয়াল রিকগনিশন সিস্টেমে’র মাধ্যমে দুষ্কৃতীদের ট্র্যাক করার ব্যবস্থা হচ্ছে। আপাতত পরীক্ষামূললকভাবে লালবাজার চত্ত্বরে এই পদ্ধতির ব্যবহার হতে চলেছে। যদি এই পদ্ধতি সফল হয়, তাহলে অতি শীঘ্রই গোটা শহরে বসবে এই ফেস রিকগনিশন প্রযুক্তি। লালবাজার সূত্রে খবর, পুলিশ কন্ট্রোলরুমে বসেই শহরের ভিড়ের মধ্যে মিশে থাকা দুষ্কৃতীদের চিহ্নিত করতে পারবে। কিন্তু যে সমস্ত দুষ্কৃতীদের ডেটা পুলিশের কাছে নেই, তাদের ক্ষেত্রে এই সিস্টেম কাজে আসবেনা। নতুন এই প্রযুক্তির অংশ হিসেবে এরই মধ্যে লালবাজার সহ শহরের কয়েকটি ক্রসিং-এ ৫০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।

                   ডেটাবেসের ওপর নির্ভর করে কাজ করে এই ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি। এক বছর ধরে ডেটাবেস তৈরী করা হয়। সূত্রের খবর, বিগত এক বছরে লালবাজার চত্ত্বরে গ্রেফতার হওয়া অপরাধীদের চোখ, নাক, মুখ হাত এবং হাতের আঙুলের ছাপের ওপর ভিত্তি করে তাদের বায়োমেট্রিক ডেটা প্রস্তুত করেছে কলকাতা পুলিশের সদর দফতর। সেক্ষেত্রে কোথায় কোন অপরাধ হচ্ছে, তা যেমন সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ধরা যাবে শহরের বিভিন্ন জায়গা থেকে, তেমনিভাবেই সেই ক্যামেরায় থাকা ছবির মাধ্যমে দুষ্কৃতীদের শনাক্ত করা অনেক সহজ হয়ে যাবে এই নতুন প্রযুক্তির মাধ্যমে। 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...