ফেসঅ্যাপে ভবিষ্যৎ দর্শন

সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ, সকলেই ব্যস্ত এখন নিজেদের ভবিষ্যৎ দেখতে। ভবিষ্যৎ দেখতে কে না চায় বলুন। কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো টেকনোলজি আবিষ্কার হয়নি যার মাধ্যমে আমরা ভবিষ্যৎ থেকে একবার ঘুরে আসতে পারবো। কিন্তু বর্তমান প্রযুক্তির সাহায্যে আমরা এখন অনেককিছুই করতে পারছি যার আশাও হয়তো কেউ করেনি।ডিজিটাল যুগে দাঁড়িয়ে আমাদের হাতে রয়েছে উন্নতমানের স্মার্টফোন। আর তাতেই কেল্লাফতে। নিমেষের মধ্যে চলে যাওয়া যাচ্ছে অতীত থেকে শুরু করে ভবিষ্যতে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলির দৌলতে এখন অতীত দর্শন বা ভবিষ্যৎ দর্শন কোনোটিই আর অস্বাভাবিক নয়। 

সম্প্রতি, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে দেখা যাচ্ছে 'ফেসঅ্যাপ' নামক একটি অ্যাপ ব্যবহার করে সকলেই তাদের ভবিষ্যতের ছবি দেখা ফেলছে। সোশ্যাল নেটওয়াকিং সাইট খুললেই দেখা যাচ্ছে শুধু বয়স্ক মানুষদের ছবি।ভবিষ্যৎ দেখার ইচ্ছে কেউই ছাড়তে পারে না। তাই তাবড় তাবড় সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই একবার করে ব্যবহার করে ফেলেছেন এই অ্যাপটি। অ্যাপটি ব্যবহারকারীরা জানাচ্ছেন, এই অ্যাপটিতে রয়েছে মোট তিন ধরনের ফিল্টার। এর মধ্যে দুটি রয়েছে বয়স কম দেখানোর জন্য এবং একটি রয়েছে বয়স বেশি দেখানোর জন্য।এই অ্যাপটি সামনে আসার সাথে সাথেই প্রায় ভাইরাল হয়ে যায়। এমনকি টলিউড, বলিউড, স্পোর্টস কোনো ক্যাটেগরিই বাদ পড়েনি এই অ্যাপের অমোঘ আকর্ষণ থেকে।বিখ্যাত সেলিব্রিটিরা প্রায় সকলেই একবার করে তাদের ভবিষ্যৎ দর্শন করে ফেলেছেন। এই অ্যাপটি তৈরী হয়েছিল ২০১৭ সালে। সেই সময় থেকে এই অ্যাপটির জনপ্রিয়তা এতটা তৈরী হয়নি। গতকাল থেকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলি ফ্লাডেড হতে শুরু করে এইজাতীয় পোস্টে। এতক্ষনে নিশ্চই সকলেই দেখে ফেলেছেন বন্ধুদের পোস্ট করা বয়স্ক ছবি। আবার এক জায়গায় এমনটাও দেখা যাচ্ছে, পৃথিবীর ভবিষ্যৎও তুলে ধরা হচ্ছে এই অ্যাপের মাধ্যমে। আজ থেকে কিছু বছর পর গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে পৃথিবীর যা হাল হতে চলেছে সেই ছবিই তুলে ধরা হচ্ছে এই অ্যাপের সাহায্যে। সে যাই  হোক,এতো মানুষ যে ট্রেন্ডে গা ভাসিয়ে এই অ্যাপ ব্যবহার করছে সেই অ্যাপ ব্যবহারের জন্য কিছু পার্সোনাল ইনফরমেশন দিতে হচ্ছে সেই অ্যাপকে।তাদের কাছ থেকে পাওয়া ডেটা কতটা সুরক্ষিত থাকছে?

রাশিয়ায় তৈরী হওয়া এই অ্যাপটি এই মুহূর্তে ফ্রি অ্যাপগুলির মধ্যে সবচেয়ে উপরে অবস্থান করছে।এই অ্যাপটির বহুল ব্যবহার দেখে সিকিউরিটি রিসার্চারস কমিউনিটি জানিয়েছে, তারা এই অ্যাপটির সিকিউরিটি স্টেটাস নিয়ে ইতিমধ্যেই পড়াশোনা শুরু করে দিয়েছে। আপাতদৃষ্টিতে যা দেখা যাচ্ছে তা হলো এই অ্যাপটি যেসব ডেটা কালেক্ট করছে তা হলো ডিভাইস মডেল,ডিভাইস আইডি এবং অ্যান্ড্রয়েড ভার্সন। এইটুকু তথ্য কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে না বলেই জানা গেছে। সংস্থার তরফ থেকেও জানানো হয়েছে, তারা শুধুমাত্র ছবিই কালেক্ট করছে। সেই ছবি কোনোভাবে ক্লাউড সার্ভিসে জমা থাকলেও সেই নিয়ে গ্রাহকদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। বেশিরভাগ ছবি ৪৮ ঘন্টার মধ্যই সার্ভার থেকে ডিলিট হয়ে যায় নিজে থেকেই। সংস্থার বক্তব্য, কোনো গ্রাহকের ডেটা অন্য জায়গায় বিক্রি করা বা অন্য সংস্থার হাতে তুলে দেওয়া তাদের উদ্দেশ্য নয়। এই সংস্থা থার্ড পার্টি টুল ব্যবহার করছে ট্রাফিক ও ইউসেজ ট্রেন্ড ফলো করার জন্য। 

এর আগেও নানা ধরণের অ্যাপের জোয়ারে গা ভাসতে দেখা গেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহারকারীদের। সবক্ষত্রেই দেখা গেছে কিছু কিছু সিকিউরিটি ইস্যু থেকেই যায়। কিন্তু এই ক্ষেত্রে আপাতত সিকিউরিটি নিয়ে ভাবার কিছু নেই বলেই জানিয়েছে গবেষকরা। সাইবার ক্রাইম নিয়ে গবেষণা করা রিসার্চারসরা জানিয়েছেন, এই অ্যাপ যে তথ্য সংগ্রহ করছে তা রাশিয়া পর্যন্ত পৌঁছাচ্ছে না।

ট্রেন্ড অনুযায়ী চলতে কার না ভালো লাগে? কিন্তু সেই ট্রেন্ড ফলো করতে গিয়ে যাতে কোনো সমস্যা না হয় তার খেয়াল তো নিজেকেই রাখতে হবে নাকি? এর জন্য ফলো করতে হবে কিছু সতর্কীকরণ বার্তা। যেকোনো অ্যাপ ব্যবহার করার আগে সতর্কবাণী ভালো করে পরে নিন। যেকোনো অ্যাপে লগ ইন করার আগে একটি ডায়ালগ বক্স খুলে যায়। সেই ডায়ালগ বক্সের লেখা ভালো করে পড়ে তারপরেই তা 'ওকে' করা উচিত।সেই ডায়ালগ বক্সেই লেখা থাকে সেই নতুন অ্যাপটি আপনার কোন কোন পার্সোনাল ইনফরমেশন স্টোর করে রাখবে বা কোন কোন তথ্য তারা সংগ্রহ করবে।

আপাতত, বিশেষজ্ঞরা জানিয়েছেন কোনো সমস্যা নেই এই অ্যাপটিতে। তাই এখন আর ট্রেন্ডে গা ভাসতে কোনো সমস্যায় রইলো না। তাই যারা এখনো ট্রাই করেননি এই নতুন অ্যাপটি তারা একবার ট্রাই করে ফেলতেই পারেন। আফটার অল, বয়সকালে কেমন দেখতে লাগবে তা আগে থেকে জানতে তো পারবেন...............        

 
 

এটা শেয়ার করতে পারো

...

Loading...